মর্নিং ওয়াকে গিয়ে মন্তব্য করি না, নাম না করে দিলীপকে ঠেস দিলেন শুভেন্দু

১২ ফেব্রুয়ারি তারিখটার কথা আগাম ঘোষণা করেছিলেন শুভেন্দু অধিকারী। এই দিনেই হাজরায় সভা করলেন শুভেন্দু। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছেই সভা। আর সেখান থেকে কড়া আক্রমণ। তার সঙ্গেই নাম না করে তিনি উল্লেখ করেন, মর্নিং ওয়াকে গিয়ে মন্তব্য করি না। সভা থেকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, আমি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি গিমিকে বিশ্বাস করি না। মর্নিং ওয়াকে গিয়ে সাংবাদিকদের বিবৃতি দিই না। যা বলি ভেবে বলি।

আর শুভেন্দুর এই বক্তব্যকে ঘিরে হিসেব মিলিয়ে ফেলেছেন অনেকেই। অনেকের মতে, বাংলার রাজনীতিতে যে মানুষটি ইকো পার্কে মর্নিং ওয়াক করে সাংবাদিকদের সামনে নিয়মিত মুখ খোলেন তিনি আর কেউ নন দিলীপ ঘোষ। আর তিনি সম্প্রতি একেবারে ১২ ডিসেম্বর নিয়ে মুখ খুলেছেন। তবে কি নাম না করে তারই জবাব দিলেন শুভেন্দু?

তবে এর আগে ডিসেম্বর মাসে বড় ধমাকার হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। ১২. ১৪,২১ তারিখের কথা উল্লেখ করেছিলেন তিনি। আর এনিয়ে বিজেপির প্রাক্তন রাজ্যসভাপতি দিলীপ ঘোষ কার্যত জল ঢেলে দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, জানি না ১২তারিখের সঙ্গে কী বিশেষ সম্পর্ক রয়েছে। রাজনীতির সঙ্গে এর কোনও সম্পর্ক রয়েছে বলে আমার মনে হয় না। তবে কি দিলীপের সেই কথার পালটা দিলেন শুভেন্দু?

এই সুযোগটা হাতছাড়়া করতে চাইছে না তৃণমূল। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, আমরা বিষ্মিত। দলের সর্বভারতীয় সহ সভাপতিকে বিজেপির মঞ্চ থেকেই কটাক্ষ করা হচ্ছে। দিলীপ ঘোষকে কটাক্ষ করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, ছোট করা হচ্ছে। ভাবা যায় না। পালটা কার্যত কাটা ঘায়ে নুনের ছিটে দিয়েছেন কুণাল।