Balurghat: পঞ্চায়েত প্রধানের অনাস্থাকে ঘিরে করে তুলকালাম কাণ্ড, বিডিওকে চেয়ার তুলে মার!

পঞ্চায়েত প্রধানের অনাস্থা প্রস্তাবকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। বিডিওর মাথায় চেয়ার তুলে মারধরের অভিযোগ উঠল। এমনকি তাঁর আঙুলেও আঘাত করা হয়েছে। এই অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। ইতিমধ্যেই এই ঘটনায় থানায় অভিযোগ জানিয়েছেন বালুরঘাটের আক্রান্ত বিডিও অনুজ শিকদার। ঘটনায় তিনি আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন।

বালুরঘাটের ডাঙ্গা পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছিল বিজেপি। আজ সোমবার পঞ্চায়েতে অনাস্থা প্রক্রিয়া শুরু হয়। অনাস্থা প্রক্রিয়া ঘিরে পুলিশি নিরাপত্তা ছিল। কিন্তু, সেই অনাস্থা প্রক্রিয়া ভেস্তে দেওয়ার অভিযোগে বিডিওর কাছে নালিশ করতে যান বিজেপির নেতা কর্মীরা। সেখানেই আচমকা সুভাষ সরকার নামে এক বিজেপি নেতা বিডিও’র উপর হামলা চালায় বলে অভিযোগ। প্রশাসনিক ভবনে এমন ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে।

বিডিও জানান, ‘আমি সবে খেয়ে উঠেছি। তখনই সুভাষ সরকার আমার ঘরে চলে আসে। তারপর চেয়ার তুলে আমাকে মারতে আসে। আমি আটকাতে গেলে আমার হাতে ও মাথায় চোট লাগে। আমি এই ঘটনায় আইনের দ্বারস্থ হব।’ অল্প হলেও রক্তাক্ত হয়েছেন বিডিও অনুজ শিকদার । অন্যদিকে, সুভাষ সরকারের দাবি, অনাস্থা ভেস্তে দেওয়ার চেষ্টা করছেন বিডিও। ২০ আসন বিশিষ্ট এই পঞ্চায়েতের একজন সদস্য মারা গিয়েছেন। এখন ১৯ জন সদস্য রয়েছেন। মৃত সদস্যকেও অনাস্থা প্রস্তাবে আনা হয়েছে। আমরা তার প্রতিবাদ জানিয়েছি। যদিও বিডিওকে মারধরের কথা তিনি অস্বীকার করেছেন। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।