Suvendu Adhikari on Cattle Smuggling: ‘RJD-র গাড়িতে গরুপাচার, মদত মমতার পুলিশের’, চাঞ্চল্যকর ভিডিয়ো পোস্ট শুভেন্দুর

গরুপাচার নিয়ে বিস্ফোরক দাবি বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর। গরুপাচারে যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই জেলে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তা সত্ত্বেও গরুপাচার চলছে। এই আবহে বিজেপি নেতার অভিযোগ, রাজ্য পুলিশের মদতেই গরুপাচার চলছে। এদিকে স্বভাবতই শুভেন্দুর এহেন অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। তবে শুভেন্দু নিজের দাবির পক্ষে ‘প্রমাণ’ হিসেবে টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেছেন।

রবিবার শুভেন্দু অধিকারী একটি ভিডিয়ো টুইট করে ক্যাপশনে লেখেন,‘মমতার পুলিশ রাজ্যের হাইওয়ে দিয়ে আসানসোল, রায়গঞ্জ ও বাঁকুড়ায় গরুপাচারকরছে। বিহারের রেজিস্ট্রেশন করা দু’টি গাড়ি আসানসোল দক্ষিণের নিউ এগরাগ্রামে পাকড়াও করেন স্থানীয়রা। ওই গাড়িগুলিতে আরজেডি’র প্রতীক লাগানোছিল।’ প্রসঙ্গত, চলতি বছরই বিজেপি-জেডিইউ জোট ভেঙেছে বিহারে। ক্ষমতায় আছে আরজেডি-জেডিইউর মহাজোট। আরজেডির সঙ্গে মমতার আবার ভালো সম্পর্ক। নবান্নে এসে মমতার সঙ্গে দেখা করে গিয়েছেন লালুপুত্র তেজস্বী যাদব। জাতীয়ক্ষেত্রে বিরোধী ঐক্যের কথা বলা আরজেডির পাশেই আছে তৃণমূল। তাই আরজেডির প্রতীক লাগানো গাড়িতে করে এরাজ্যে গরুপাচারের প্রচেষ্টা নিয়ে রাজ্য সরকারকেই তোপ দেগেছেন শুভেন্দু।

এদিকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া জয়প্রকাশ মজুমদারের দাবি, সম্পূর্ণ মিথ্যে অভিযোগ করছেন শুভেন্দু। জায়প্রকাশের পালটা দাবি, সীমান্তে গরুপাচার হলে তার দায় নিতে হবে বিএসএফকে। তৃণমূল নেতার কথায়, শুভেন্দু যদি গরুপাচার সংক্রান্ত কোনও তথ্য জানেন তাহলে তা টুইট না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে জানানো উচিত। এর আগে তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছিল, শুভেন্দু এবং বিভিন্ন বিজেপি নেতার কনভয়ে করে রাজ্যে অস্ত্র, বোমা ঢুকছে বিহার থেকে। এবার বিহার থেকে গরুপাচার নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। পঞ্চায়েত নির্বাচনের আবহে যা বেশ তাৎপর্যপূর্ণ। যদিও সেই অভিযোগে কর্ণপাত করতে চাইছে না তৃণমূল।