ট্যাংক পাঠানোর বিষয়ে জার্মানির কোনও প্রতিশ্রুতি নেই: ইউক্রেন

ইউক্রেনে ট্যাংক পাঠানোর বিষয়ে জার্মানির কোনও অঙ্গীকার বা প্রতিশ্রুতি নেই। সোমবার একটি জার্মান সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

জার্মানির এআরডি পাবলিক ব্রডকাস্টারের সঙ্গে আলাপকালে দিমিত্রো কুলেবা বলেন, এ ধরনের কোনও সিদ্ধান্ত এখনও আসেনি। কোনও প্রতিশ্রুতি নেই। তবে আমরা এটি নিয়ে কাজ করছি।

তিনি বলেন, ইউক্রেন বুঝতে পারছে না কেন জার্মানি ট্যাংক না দিয়ে কামান সরবরাহ করছে।

দিমিত্রো কুলেবা বলেন, এখন পর্যন্ত জার্মানি থেকে আইরিস-টি সিস্টেমের প্রকল্প রয়েছে, এটি মূলত বিমান বিধ্বংসী অস্ত্র। চিতা ট্যাংকগুলোও বিমান বিধ্বংসী অস্ত্র। কিন্তু এই মুহুর্তে আমি যতদূর জানি, এই তালিকায় কোনও ট্যাংক নেই। এটা খুবই খারাপ হয়েছে।

এর আগে জার্মানিতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওলেক্সি মেকেভ বলেছিলেন, তিনি বার্লিনের তরফে আরও অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি পেয়েছেন। একটি জার্মান সাপ্তাহিকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইউক্রেনে কী ধরণের জার্মান অস্ত্র পাঠানো হবে সে সম্পর্কে ‘যথাযথ সময়ে’ উভয় পক্ষই একটি ঘোষণা দেবে।

ইউক্রেনের এখন জরুরিভিত্তিতে আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, স্বচালিত হাউইটজার, গেপার্ড ট্যাংক ও গোলাবারুদ প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

ওলেক্সি মেকেভ বলেন, আমরা এখনও মার্ডার এবং লেপার্ড ট্যাঙ্ক সরবরাহের বিষয়ে আলোচনা করছি। তবে এই বিষয়ে জার্মানির ফেডারেল সরকারই সিদ্ধান্ত নেবে।