দলেরই মহিলা কর্মীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

মহিলা তৃণমূলকে চ্যাটে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল দলের কাউন্সিলরের বিরুদ্ধে। অভিযুক্ত খড়গপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর ঘোষের বিরুদ্ধে। ইতিমধ্যে খড়গপুর টাউন থানায় কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ৩৪ নম্বর ওয়ার্ডের ওই তৃণমূলকর্মী। অভিযোগ, শুধু কুপ্রস্তাব দেওয়াই নয়। মহিলাকে হুমকিও দিয়েছেন তৃণমূল কাউন্সিলর।

মহিলার অভিযোগ, সম্প্রতি তাঁকে চ্যাটে কুপ্রস্তাব দেন প্রবীরবাবু। তিনি লেখেন, ‘তোমার যা লাগবে আমি দেব। টাকা পয়সা সব। খালি তোমাকে এক রাত আমাকে দিতে হবে।’ মহিলা প্রস্তাব প্রত্যাখ্যান করলে প্রবীরবাবু তাঁকে হুমকি দেন বলে অভিযোগ। এর পর প্রবীরবাবুকে মহিলা জানান, পুলিশের দ্বারস্থ হতে চলেছেন তিনি। জবাবে প্রবীরবাবু লেখেন, ‘ওই সব ভয় আমাকে দেখিও না। আমি তৃণমূলের কাউন্সিলর। থানার আইসি আমার হাতে। তোমার কথা মানবে না। তার থেকে আমার কাছে এসো, অনেক প্রফিটে থাকবে।’

সমস্ত চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করে মহিলা মঙ্গলবার খড়গপুর টাউন থানায় অভিযোগ দায়ের করেছেন। ওদিকে দলের কাউন্সিলরের বিরুদ্ধে দলেরই কর্মীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে তৃণমূলের অন্দরে শোরগোল শুরু হয়েছে।

এব্যাপারে প্রবীরবাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি বাইরে আছি। ৩ দিন পর যা বলার বলব।’