Cop caught while taking bribe: ধরা পড়তেই ঘুষের টাকা গিলতে গেলেন পুলিশ কর্মী! মোষ চুরিকাণ্ডে তুলকালাম

মামলা ছিল মোষ চুরির। আর সেই মামলায় ঘুষ নিতে গিয়ে একেবারে ক্যামেরার সামনে পড়ে গেলেন পুলিশ অফিসার। বিপত্তি এখানেই শেষ নয়। ঘুষ নিতে গিয়ে ভিজিল্যান্সের হাতে ধরা পড়ার পর যা ঘটল তাতে আরও অবাক হয়ে গেলেন এজেন্সির কর্তারা। গোটা ঘটনা ভিডিয়ো বন্দি হয়েছে।

যে পুলিশকর্মী ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছেন তাঁর নাম মহেন্দ্র উলা। তিনি পদে সাব ইনস্পেক্টর। ঘুষ নেওয়ার সময় তাঁকে ধরা হলেই, তিনি মুখের মধ্যে ওই ঘুষের টাকা পুরে ফেলেন। চেষ্টা করেন তা গিলে ফেলার। এরপর তাঁর মুখ দিয়ে ওই টাকা বের করতে কালঘাম ছুটে যায় ভিজিলেন্সের কর্তাদের! এরপর অফিশিয়ালরা ওই পুলিশ কর্মীকে এক কোণে নিয়ে গিয়ে যেনতেন প্রকারে ওই টাকা উদ্ধারের চেষ্টা করেন। মুখে হাত ঢুকিয়েই প্রায় ঘুষের টাকা বের করে আনার চেষ্টা করেন তাঁরা। ভিডিয়োতে দেখা যাচ্ছে ঘুষকাণ্ডে অভিযুক্ত পুলিশ অফিসারকে মাটিতে ফেলে টাকা উদ্ধারের চেষ্টা করছেন ভিজিলেন্স অফিসাররা। এরই মাঝে এক ব্যক্তি ঢুকতে চেষ্টা করেন। ভিডিয়োয় দেখা যাচ্ছে, তাঁকে সরিয়ে দিয়ে দেন বাকি ভিজিলেন্স অফিসাররা। জানা যাচ্ছে এই ঘুষ কাণ্ডের নেপথ্যে রয়েছে একটি মোষ চুরির ঘটনা। অভিযোগ, মোষ চুরির ঘটনায় মোষের মালিকের থেকে ঘুষ নিচ্ছিলেন বলে খবর।

জানা গিয়েছে, যাঁদের মোষ চুরি গিয়েছে, তাঁদের ওই অভিযুক্ত পুলিশ অফিসার বলেন, তাঁরা যদি ১০ হাজার টাকা ঘুষ দেন, তাহলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তিনি। মোষের মালিক শুভনাথ দাবি করেছেন, তিনি ঘুষের ৬ হাজার টাকা ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন। তারপর বাকি টাকার দাবি করায়, শুভনাথ ভিজিলেন্স ডিপার্টমেন্টের দ্বারস্থ হন। এরপরই এই ঘটনা উঠে আসে।