Arjun Tendulkar Slams Century On Ranji Trophy Debut, Emulates Father’s Feat

গোয়া: রঞ্জিতে অভিষেকেই সেঞ্চুরি হাঁকালেন সচিন তেন্ডুলকরের ছেলে অর্জন তেন্ডুলকর। গোয়ার হয়ে রঞ্জিতে অভিষেক করেছিলেন সচিন পুত্র। রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে ২০৭ বলে ১২০ রানের ইনিংস খেললেন অর্জুন। আর এই ইনিংসের সঙ্গে সঙ্গে বাবাকে ছুঁয়ে ফেললেন অর্জুন। ১৯৮৮ সালে গুজরাতের বিরুদ্ধে রঞ্জিতে অভিষেক হয়েছিল ১৬ বছরের সচিনের। সেই ম্যাচে শতরান হাঁকিয়েছিলেন তিনি। ৩৪ বছর পর সেই নজির গড়লেন তাঁর ছেলে অর্জুন তেন্ডুলকরও। 

প্রথম দিনে সাত নম্বরে ব্যাট করতে নেমে ৪ রানে অপরাজিত ছিলেন অর্জুন। এদিন সূয়াশ প্রভুদেশাইয়ের সঙ্গে জুটি বেঁধে ২২১ রানের বিশাল পার্টনারশিপ গড়েন সচিন পুত্র। সূয়াশ ৪১৬ বলে ২১২ রান হাঁকান। প্রথম শ্রেণির ক্রিকেটে সূয়াশের এটি প্রথম দ্বিশতরান। দ্বিতীয় দিনের খেলার সমাপ্তি পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ৪৯৩ রান বোর্ডে তুলেছে গোয়া। 

বাঁ-হাতি অলরাউন্ডার অর্জুন বেশ কয়েকবছর ধরে মুম্বইয়ের হয়ে খেললেও রঞ্জি ট্রফিতে খেলার সুযোগ পাচ্ছিলেন না। এর ফলেই কার্যত বাধ্য হয়েই অধিক সুযোগের আশায় তিনি মুম্বই ছাড়তে বাধ্য হন। অর্জুন এখনও পর্যন্ত নিজের কেরিয়ারে মাত্র সাতটি লিস্ট এ ম্যাচ ও নয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। রাজস্থানের বিরুদ্ধে এই ম্যাচের মাধ্যমেই প্রথম শ্রেণির ক্রিকেটেও তিনি নিজের অভিষেক ঘটালেন বটে। মূলত বোলিং অলরাউন্ডার অর্জুন এদিন অবশ্য বোলিং করার সুযোগ পাননি। তবে ব্যাট হাতে দিনের শেষের দিকে মাঠে নামেন তিনি।

এদিন রাজস্থান টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। শুরুটা খুব একটা ভালভাবে না করলেও, সুয়েশ প্রভুদেশাইয়ের ৮১ রান ও স্নেহাল কৌথাঙ্করের ৫৯ রানের ইনিংসের সুবাদে মোটামুটি ঠিকঠাক জায়গায় গোয়া। প্রথম দিনের খেলা শেষে গোয়ার স্কোর পাঁচ উইকেটের বিনিময়ে ২১০ রান। সাত নম্বরে ব্যাট করতে নেমে দিনের শেষে চার রানে অপরাজিত ছিলেন অর্জুন তেন্ডুলকর।

News Reels

অধিক সুযোগ পাওয়ার এ মরসুম শুরুর আগেই মুম্বই ছেড়ে গোয়ায় পাড়ি দিয়েছিলেন সচিনপুত্র অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। দল বদল করার পরেই কাঙ্খিত সুযোগও পেয়ে গেলেন অর্জুন। গোয়ার হয়ে আজ, ১৩ ডিসেম্বর, মঙ্গলবার নিজের রঞ্জি ট্রফি (Ranji Trophy 2022-23) অভিষেক ঘটালেন অর্জুন। ২৩ বছর বয়সি অর্জুন গোয়া ক্রিকেট অ্যাসোসিয়সনের মাঠে রাজস্থানের বিরুদ্ধে এলিট সি গ্রুপের ম্যাচে নিজের রঞ্জি ট্রফি অভিষেক ঘটালেন।