TMC: জাতীয় স্তরে শক্তি বাড়ল তৃণমূলের, এনসিপি ছেড়ে ঘাসফুলে যোগ দিলেন মেনন

জাতীয় স্তরে শক্তি বৃদ্ধি হল তৃণমূল কংগ্রেসের। শরদ পাওয়ারের এনসিপি দল আগেই ছেড়ে ছিলেন বর্ষীয়ান নেতা মাজিদ মেমন। এবার তিনি যোগ দিলেন তৃণমূলে। বর্ষীয়ান এই নেতা পেশায় একজন প্রখ্যাত ক্রিমিনাল লইয়ার। বুধবার নয়া দিল্লিতে তৃণমূলের কার্যালয়ে দলের সাংসদ সৌগত রায় এবং ডেরেক ও’ব্রায়েনের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন।

তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে তাঁর যোগদানের কথা জানিয়ে টুইট করা হয়েছে। টুইটে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘মানুষকে সেবা করার জন্য তৃণমূলে যোগ দিলেন এনসিপি-র প্রাক্তন নেতা মাজিদ মেনন।’ এদিন দিল্লিতে সাংবাদিক বৈঠক করে মেননের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। নভেম্বরে মেনন ব্যক্তিগত কারণ দেখিয়ে এমসিপি দল ছেড়েছিলেন। তখন থেকেই জল্পনা শুরু হয়েছিল তিনি তৃণমূলে যোগ দিতে পারেন। প্রায় ১৬ বছর ধরে পাওয়ারের এনসিপি দলের সঙ্গে যুক্ত ছিলেন মেনন। ২০২০ সাল পর্যন্ত তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন।

পেশায় ক্রিমিনাল লইয়ার হিসেবে তা যথেষ্ট খ্যাতি রয়েছে মেননের। একাধিক গুরুত্বপূর্ণ মামলা লড়েছেন তিনি। যার মধ্যে রয়েছে মুম্বই হামলা, বহু ভারতীয়র প্রত্যার্পন সম্পর্কিত মামলা। আইনজীবীর পাশাপাশি তিনি নিজে একজন মানবাধিকার কর্মী। দীর্ঘদিন ধরে শরদ পাওয়ারের দলে থাকার ফলে তিনি দলে বিশেষ জায়গা করেছিলেন। তবে মহারাষ্ট্রে গেরুয়া শিবির শক্তিশালী হয়ে ওঠার পরেই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেছিলেন। তারপর থেকেই দলের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। অবশেষে নভেম্বরে তিনি দল ত্যাগ করেন এবং তার এক মাসের মধ্যেই তৃণমূলে যোগ দিলেন। তৃণমূলে যোগ দেওয়ার ফলে দলের শক্তি বৃদ্ধি পাবে বলে মনে করছে বিশিষ্ট মহল।