Tripura: ডিসেম্বরেই ত্রিপুরা সফর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, দিনটা জেনে নিন

প্রিয়াঙ্কা দেববর্মন

এবার ত্রিপুরা সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১৮ ডিসেম্বর তিনি ত্রিপুরায় যেতে পারেন। একাধিক স্কিমের সূচনা করবেন তিনি। জানিয়েছেন ত্রিপুরার মুখ্য়মন্ত্রী মানিক সাহা।

মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন, ১৮ ডিসেম্বর দুপুর আড়াইটে নাগাদ প্রধানমন্ত্রী ত্রিপুরা সফরে আসতে পারেন। একদিনের সফরে তিনি আসবেন। একাধিক স্কিমের সূচনা করবেন তিনি। বিজেপির রাজ্য় কোর কমিটির মিটিংয়েও তিনি উপস্থিত থাকবেন। বিধায়কদের সঙ্গেও তিনি কথাবার্তা বলবেন। এদিন আমার সরকার পোর্টাল সংক্রান্ত একটি কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সেখানেই তিনি প্রধানমন্ত্রীর ত্রিপুরা সফর নিয়ে মুখ খোলেন।

এদিকে গত জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী ত্রিপুরা সফরে এসেছিলেন। সেই সময় মহারাজা বীর বিক্রম এয়ারপোর্টের নয়া টার্মিনালের উদ্বোধনে উপস্থিত ছিলেন মোদী। সেই সময় একাধিক প্রকল্পের উদ্বোধন করেন তিনি। ফের ভোটের আগে ত্রিপুরা সফরে যাবেন মোদী।

ফের মোদী আসছেন বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরায়। মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, রাজ্য়ের সমস্ত কল্যাণমূলক কর্মসূচির সুবিধা যাতে সমস্ত রাজ্যবাসী পান সেটা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। আমাদের স্লোগান সবকি যোজনা, সবকা বিকাশ। মানে সমস্ত স্কিম সমস্ত মানুষের সুবিধার জন্য করা হয়েছে। আমাদের হাতে সময় খুব কম। কিন্তু ১০০ শতাংশ ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে আমরা সাফল্য পেয়েছি।

ত্রিপুরায় চালু হয়েছে আমার সরকার পোর্টাল। গত ১৭ নভেম্বর এই পোর্টালের সূচনা করা হয়েছিল। ১৯৭৬টি ইস্য়ু এই পোর্টালে নথিভুক্ত করা যাচ্ছে।

মুখ্য়মন্ত্রী জানিয়েছেন, গোটা সিস্টেমটা সরকার ও স্থানীয় প্রতিনিধিরা পরিচালিত করবেন। তারাই এই সমস্য়াগুলি মেটাতে উদ্যোগ নেবেন। এই সিস্টেমের অঙ্গ হিসাবে কোনও সমস্যার কথা পোর্টালে এলে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা, জেলাস্তরের মনিটরিং কমিটি, জনপ্রতিনিধিরা ওই এলাকায় গিয়ে সমস্যাটি মেটানোর চেষ্টা করবেন।