Vim black for men: শুধু পুরুষদের বাসন মাজার সাবান! গোটাটাই মজা ছিল, বলছে সংস্থা

ভিমের সাম্প্রতিক বিজ্ঞাপন নিয়ে এখনও ট্রোল জারি রয়েছে সোশ্যাল মিডিয়ার একাংশে। এই বিষয়ে এবার নিজেদের প্রতিক্রিয়া জানাল সাবান প্রস্তুতকারী সংস্থা। কিছুদিন আগেই গণমাধ্যমে ভিম সাবানের একটি বিজ্ঞাপন দেখানো হয়। সেখানে বিখ্যাত অভিনেতা মিলিন্দ সোমানকেও দেখা গিয়েছিল। বিজ্ঞাপনে জিম করতে করতে একটি ছেলেকে বলতে দেখা যায়, সে একটু ক্লান্ত রয়েছে। কারণ আগের রাতে সে মাকে বাসন ধুতে সাহায্য করেছে। জিমরত একটি মেয়েকে কথাগুলি বলার সময় তা শুনে ফেলেন মিলিন্দ। তারপরেই হাতে ভিমের নতুন দ্রব্য নিয়ে এগিয়ে আসেন তিনি। ছেলেটিকে তিনি জানান, ভিমের নতুন ব্ল্যাক সংস্করণ বেরিয়েছে ছেলেদের জন্য। এটি আগের সাবানগুলির থেকে তাড়াতাড়ি বাসন পরিস্কারে বেশি সক্ষম। মিলিন্দ আরও জানান, এবার সারাদিনে যে কোনও সময়ে বাসন মাজতে পারবে ছেলেরা। বেশ আরামেই সে কাজ করা যাবে।

বিজ্ঞাপন মারফত সাবান প্রস্তুতকারী সংস্থার এই বার্তা শুনেই ক্ষেপে উঠেছেন সোশ্যাল মিডিয়ার একাংশ। সংস্থার বিরুদ্ধে অনেকেই লিঙ্গবৈষম্যের অভিযোগ এনেছেন। অনেকের দাবি, ‘ভিম ব্ল্যাক ফর মেন’ কথাটা বলে মেয়েদেরই একভাবে খাটো করা হল। যেন নতুন দ্রব্যটি শুধুই ছেলেদের জন্য তৈরি করা, মেয়েদের এটি ব্যবহার না করাই ভালো। সংস্থার পাশাপাশি, মিলিন্দের নিন্দাতেও সরব হন নেটিজেনরা। কীভাবে এমন বৈষম্যমূলক বিজ্ঞাপনে তিনি অভিনয় করতে রাজি হলেন, প্রশ্ন উঠেছে সে নিয়েই।

নেটজগতের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠাতেই ভিম এই নিয়ে প্রতিক্রিয়া জানাতে বাধ্য হল। তাদের কথায়, বাসন মাজাও ছেলেদের কাজ, এটি বোঝাতেই বিজ্ঞাপনটিতে ছেলেদের কথা বিশেষ করে বলা হয়েছে। কোনওরকম বৈষম্যমূলক আচরণ করতে এই বিজ্ঞাপন তৈরি করা হয়নি। সংস্থা আরও দাবি করে, ‘ভিম ব্ল্যাক ফর মেন’ কথাটা একটু হালকাভাবেই বলা হয়েছে। আসলে ভিমের এই নতুন দ্রব্য সবার ব্যবহারের জন্যই তৈরি। বরং, অতিরিক্ত ক্ষমতা সম্পন্ন নতুন দ্রব্যটি আগের থেকে অনেক কম সময়ে বাসন পরিষ্কার করবে।

তবে, এতেই ক্ষোভের আগুন কমছে না। সোশ্যাল মিডিয়ার একাংশ বিজ্ঞাপনের এমন ভাবনাকেই নিন্দা করছেন। পাশাপাশি বিজ্ঞাপন সম্প্রচার বন্ধ করার ডাকও দিয়েছেন‌ অনেকেই।