কলকাতার আকাশে কীসের আলো? রহস্যভেদ করলেন জ্যোতির্বিদরা, মিসাইল নাকি UFO?

বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার আকাশে আচমকাই আলোর ঝলকানি। ঠিক যেন মনে হচ্ছে আকাশে টর্চ জ্বালিয়েছে কেউ। রহস্যময় সেই আলোকে ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। তবে শুধু কলকাতার আকাশে নয়, পশ্চিমবঙ্গের একাধিক জায়গা, ওড়িশা, ঝাড়খন্ড থেকেও দেখা গিয়েছে এই আলোর ঝলকানি। কিন্তু বাস্তবে ওটা কীসের আলো?

সোশ্য়াল মিডিয়ায় ছেয়ে গিয়েছে সেই ছবি আর ভিডিয়োতে। নেটিজেনরা অনেকে আবার এই আলোর সঙ্গে UFO’র তুলনা করছেন। অনেকে আবার মার্কিন মহাকাশ গবেষণাকেন্দ্র নাসার কোনও কাজের কথা উল্লেখ করেছেন।

তবে জ্যোতির্বিজ্ঞানীদের একাংশের মতে, বৃহস্পতিবার রাতে ভারত অগ্নি-৫ মিসাইলের মহড়া করেছিল। সেই মহড়ায় সফল হয়েছে ভারত। আর আকাশে তারই আলোর বিচ্ছুরণ চোখে পড়েছে বলে মনে করা হচ্ছে।

 

শুভময় চক্রবর্তী নামে একজন টুইট করে লিখেছেন, একটি চলন্ত টর্চের আলো দেখা গেল সন্ধ্যার আকাশে। দিগন্ত থেকে ৪৫ ডিগ্রি কোণ করে দক্ষিণ আকাশে এই আলো দেখা গিয়েছে। ৫.৪৫ থেকে ৫.৫০ পর্যন্ত আলোটা দেখা গিয়েছে। এটা কি উল্কার আলো?

ওড়িশার কটকের সঞ্জিপ্তা বেহেরা টুইট করেছেন, হে ইসরো, নাসা ওড়িশার বাড়ির কাছেই আকাশে দেখলাম আলো। এরোপ্লেন নয়, কারণ নড়ছিল না। পাখার লাইটও নেই। তবে কি উল্কা?

তবে প্রাথমিকভাবে বিশেষজ্ঞদের একাংশ মনে করেন এটি উপগ্রহের কোনও অংশ হতে পারে। পৃথিবীর বায়ুমন্ডলের সঙ্গে সংঘাতে হয়তো এই আলো দেখা গিয়েছিল। তবে পরে জানা যায় এটা অগ্নি-৫ মিসাইলের আলো।

হারভার্ড স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্য়াস্ট্রোফিজিক্সের জ্য়োতির্বিদ জোনাথন ম্য়াকডাওয়েল টুইট করেছেন, ওড়িশার হুইলার দ্বীপ থেকে ভারত অগ্নি ৫এর পরীক্ষা করেছে। এই রাত্রিকালীন মহড়া বঙ্গোপসাগর থেকে ভারত মহাসাগর পর্যন্ত। প্রচুর কিলোমিটার দূর থেকে এটা দেখা গিয়েছে।

ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স(কলকাতা) সন্দীপ কুমার চক্রবর্তী জানিয়েছেন, ভারত অগ্নি ৫ মিসাইলের সফল পরীক্ষা করেছে।সেই উজ্জ্বল আলোই সম্ভবত পূর্বভারতের বিভিন্ন জায়গা থেকে দেখা গিয়েছে।