চলতি বছরের মধ্যেই আরও ১০২ চাকরির নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

রাজ্যের বঞ্চিত চাকরিপ্রার্থীদের নিয়োগ করতে ফের একবার চূড়ান্ত নির্দেশ দিল কলকাতা। দুর্নীতিগ্রস্তদের বহিষ্কারের ফলে খালি হওয়া ১০২টি আসনে চলতি বছরের মধ্যে শূন্যপদ পূরণের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন আদালতের নিয়োগ দুর্নীতি মামলা ইডিকে পক্ষ করা হয়েছে।

২০১৬ সালের নবম – দশম নিয়োগে ১৮৩টি বেআইনি নিয়োগের কথা ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। এর মধ্যে ৮১ জন চাকরিতে যোগ দিয়েছিলেন। ইতিমধ্যে তাদের বহিষ্কার করেছে আদালত। এছাড়া বাকি শূন্যপদ মিলিয়ে মোট ১০২টি পদে ২১ ডিসেম্বরের মধ্যে ইন্টারভিউ শেষ করতে বলেছে আদালত। নিয়োগপত্র দিতে হবে ২৯ ডিসেম্বরের মধ্যে।

আদালতের নির্দেশের প্রেক্ষিতে SSC-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, ‘আদালত যখন বলেছে তখন ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের থেকেই আমরা শূন্যপদ পূরণ করব। তবে তার আগে তাদের OMR শিট পরীক্ষা করে নেওয়া হবে। ভবিষ্যতে আর কোনও জটিলতায় পড়তে চায় না SSC.’

নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘SSC ভালো কাজ করলে আমি প্রশংসা করবই। আবার ভুল করলে সমালোচনাও করব। সরকারের ভূমিকা সঠিক হলে মুখ্যমন্ত্রীর প্রশংসা করব। এর পিছনে অন্য কোনও কারণ খুঁজবেন না।’