থানার ভেতরে ক্রিকেট ব্যাট দিয়ে যুবককে বেধড়ক মার, ক্যামেরায় ধরা পড়ল ছবি

ভয়াবহ ঘটনা নয়ডায়।উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরে ক্রিকেট ব্যাট দিয়ে এক যুবককে বেধড়ক মারধর করার অভিযোগ পুলিশকর্মীর বিরুদ্ধে। আর সেটাও আবার একেবারে থানার ভেতরে। মোবাইল ক্যামেরায় রেকর্ডিং করা হয় গোটা ঘটনা। এরপরই সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ছবি। তার জেরে কার্যত ভাইরাল হয়ে যায় গোটা ঘটনা।

নয়ডার ১৪২ পুলিশ স্টেশনের মধ্যে এই ঘটনা। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে দুজন পুলিশকর্মী এক যুবককে বেধড়ক মারধর করছে। তার মধ্য়ে একজন আবার ইউনিফর্ম পরে রয়েছেন।

ভিডিয়োতে শোনা যাচ্ছে ওই যুবক মার খেয়ে তীব্র আর্তনাদ করছেন। বলা হচ্ছে ওই যুবক একজন স্ক্র্যাপ ডিলারের ছেলে।

এদিকে ওই পুলিশকর্মীদের চিহ্নিত করা সম্ভব হয়েছে। তাদের মধ্য়ে একজন হলেন অনিল ও অপরজন গৌরব।

এদিকে ২০২০ সালের অক্টোবর মাসেও একই ধরনের অভিযোগ উঠেছিল নয়ডার পুলিশকর্মীদের বিরুদ্ধে। বেটা ২ থানার ভেতর সেবার ৩৭ বছর বয়সী এক ব্যক্তি এভাবে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। এদিকে সেই মারের জেরে ওই ব্যক্তি কানে মারাত্মক আঘাত পেয়েছিলেন। তাকে কানে থাপ্পড় মারা হয়েছিল বলে অভিযোগ।

এরপর তৎকালীন ডিসিপি ওমেন সেফটি বৃন্দা শুক্লা এনিয়ে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তারপরেও কি পুলিশের আচরণের কোনও পরিবর্তন হয়েছে?

ফের নয়ডার একটি থানাতে পুলিশের বিরুদ্ধে বড় অভিযোগ। কেন পুলিশ এভাবে অমানবিক ভাবে মারধর করছিল তা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশ কেন সতর্ক হল না তানিয়েও উঠছে বড় প্রশ্ন। সোশ্য়াল মিডিয়ায় এনিয়ে সমালোচনার ঝড় উঠেছে।