AIIMS Server Attack: সাইবার হামলা চালানো হয়েছিল চিন থেকেই, পুনরুদ্ধার হল AIIMS-এর ৫টি সার্ভারের তথ্য

দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে হামলা চালানো হয়েছিল চিন থেকেই। বুধবার এমনটাই জানালেন এক সরকারি কর্তা। পাশাপাশি নাম প্রকাশে অনিচ্ছুক সেই কর্তা আরও জানান, হ্যাক হওয়া পাঁচটি সার্ভারের তথ্য পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিক বলেন, ‘এইমস-এর ওপর হওয়া সাইবার হামলার নেপথ্যে চিন ছিল। এফআইআর-এ এই সংক্রান্ত পূর্ণ তথ্য রয়েছে। তাতে বলা হয়েছে যে এই হামলা চিন থেকে করা হয়। এইমস-এর ১০০টি সার্ভারের মধ্যে ৫টি সার্ভারে ঢুকে পড়েছিল হ্যাকাররা। আরও ক্ষতি হতে পারত এই হ্যাকের কারণে। তবে সেই ক্ষতি সীমিত করা হয়েছিল। হামলার শিকার হওয়া পাঁচটি সার্ভারের তথ্য পুনরুদ্ধার করা হয়েছে।’

উল্লেখ্য, দিল্লির এইমস-এর তরফে গত ২৩ নভেম্বর সাইবার হামলার অভিযোগ করা হয়েছিল। সাইবার হামলার কথা প্রকাশ্যে আসতেই সার্ভারের নিরাপত্তায় নিযুক্ত দুই কর্মীকে সাসপেন্ড করা হয়েছিল। তবে সেই হামলার প্রায় তিন সপ্তাহ পর এইমস কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে ই-হাসপাতালের তথ্য পুনরুদ্ধার করা হয়েছে। বিবৃতিতে এইমস কর্তৃপক্ষ বলা হয়, ‘সার্ভারে ই-হাসপাতালের তথ্য পুনরুদ্ধার করা হয়েছে। নতুন করে পরিষেবা চালু করার আগে নেটওয়ার্ককে স্যানিটাইজ করা হচ্ছে। এই প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগছে। কারণ তথ্যের পরিমাণ অনেক। পাশাপাশি হাসপাতালের সার্ভারের সংখ্যাও অনেক। পাশাপাশি ভবিষ্যতের জন্যও সাইবার নিরাপত্তা সুনিশ্চিত করা হচ্ছে।’

এইমস-এর বিবৃতিতে আরও বলা হয়, ‘আপাতত আউটডোর, ইনডোর, ল্যাব পরিষেবা ম্যানুয়াল মোডে চলছে।’ এর আগে এই মাসের শুরুতে, দিল্লি পুলিশের একটি বিশেষ সেল এইমস দিল্লিতে কম্পিউটার সিস্টেমে হামলার তদন্ত শুরু করে। সরকারী সূত্র অনুসারে, সেন্ট্রাল ফরেনসিক ল্যাবের (সিএফএসএল) একটি দলকে ম্যালওয়্যার আক্রমণের উৎস সনাক্ত করার দায়িত্ব দেওয়া হয়েছিল। সংক্রামিত সার্ভার পরীক্ষা করেই সিএফএসএল জানায়, এই হামলা চিন থেকে সংঘটিত করা হয়েছিল।