Apeejay Literary festival 2023: বিশেষ অতিথি পুলিৎজার জয়ী অ্যালিস ওয়াকার, এপিজে সাহিত্য উৎসব এবার চাঁদের হাট

ইন্ডিয়ান মিউজিয়ামের সঙ্গে যৌথভাবে আয়োজিত হতে চলেছে ১৪ তম এপিজে কলকাতা সাহিত্য উৎসব। মিউজিয়ামের মাঠেই চার দিন ব্যাপী এই উৎসবটি চলবে। এছাড়াও বেশ কয়েকটি আলোচনা অক্সফোর্ড বুকস্টোরেও আয়োজিত হবে। ১২ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি মোট চারদিন ধরে ১০০ জন বিদগ্ধ বক্তার আলোচনায় সমৃদ্ধ হবে এই উৎসব। শতাব্দী প্রাচীন অক্সফোর্ড বুকস্টোরের ১০০ বছর পূর্তি উপলক্ষে এমন অভিনব আয়োজন করা হচ্ছে।

আগ্ৰহী দর্শকরা অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার ইউটিউবে দেখতে পাবেন। এক দশকেরও বেশি সময় ধরে শহরের প্রাণকেন্দ্রে বিদগ্ধ সাহিত্যিকদের নিয়ে উৎসবের আয়োজন করে চলেছে এপিজে সুরেন্দ্র গ্ৰুপ। এই বছর সেই আয়োজনেই ১৪ তম বর্ষ। ১০০ বছর পূর্তি উৎযাপন উপলক্ষে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন পুলিৎজার পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক অ্যালিস ওয়াকার।

প্রসঙ্গত অ্যালিস ওয়াকারের পাশাপাশি সারা দেশ থেকেই শিল্পজগতের গুণী মানুষরা উপস্থিত হবেন এই উৎসবের মঞ্চে। দেখা মিলবে বিখ্যাত চিত্র পরিচালক ওনির ও মুজাফফর আলির। থাকবেন কবি জেরি পিন্টো, জিৎ থাইল, সাংবাদিক বীর সাংভি, সাহিত্যিক শোভা দে, নৃত্যশিল্পী মল্লিকা সারাভাই, গায়িকা‌ উষা উথ্থুপ প্রমুখরা। লেখকদের মধ্যে কথোপকথনে অংশ নেবেন দুর্জয় দত্ত, ক্রিস্টোফার ক্লোবেল, জন, জুবরজস্কি, শালিনী মোদী, সাংবাদিক শ্রাবণী বসু প্রমুখরা।

প্রসঙ্গত এপিজে কলকাতা সাহিত্য উৎসব কলকাতার বুকে প্রথম কোনও বইয়ের বিপণীর আয়োজিত উৎসব। প্রতিবছরই এই উৎসবে বক্তা হিসেবে উপস্থিত থাকেন বাংলা ও অন্যান্য ভাষার গুণীজনেরা। এই বছর অক্সফোর্ড বুকস্টোরের ১০০ বছর পূর্তি উপলক্ষে সাহিত্য উৎসবে থাকছেন শিল্পজগতের বিশিষ্ট মানুষেরাও। সঙ্গীত নৃত্য, সিনেমা‌ ও শিল্পসাহিত্য আরও দিক নিয়ে সমৃদ্ধ আলোচনার পরিসর তৈরি হতে চলেছে জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে।

ইন্ডিয়ান মিউজিয়ামের ডিরেক্টর অরিজিৎ দত্ত চৌধুরীর কথায়, এই অনুষ্ঠানের প্রাথমিক উদ্দেশ্য বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভারতের সংস্কৃতিকে উদযাপন করা। দেশের স্বাধীনতার ৭৫ বছর ও অক্সফোর্ড বুকস্টোরের ১০০ বছর পূর্তি উপলক্ষে ইন্ডিয়ান মিউজিয়াম এমন একটি অনুষ্ঠানের আয়োজন করতে পেরে আপ্লুত।