IND Vs BAN: Shreyas Iyer Misses Hundred But Ravichandran Ashwin And Kuldeep Yadav Put Up Fifty Partnership


চট্টগ্রাম: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের (IND VS BAN 1st Test) প্রথম দিন ৯০ রানে আউট হয়ে গিয়ে শতরান হাতছাড়া করেছিলেন চেতেশ্বর পূজারা। দ্বিতীয় দিনেও শতরান হাতছাড়া করার পালা অব্যাহত। নিজের দ্বিতীয় টেস্ট শতরান হাতছাড়া করলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তিনি ৮৬ রানে আউট হন। মধ্যাহ্নভোজের সময় ভারতের স্কোর  সাত উইকেটের বিনিময়ে ৩৪৮ রান। ইতিমধ্যেই রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) ও কুলদীপ যাদব অষ্টম উইকেটে ৫৫ রান যোগ করে ফেলেছেন।

শতরান হাতছাড়া

প্রথম দিনের শেষে ভারতীয় দল সাত উইকেটের বিনিময়ে ২৭৮ রান করেছিল। ৮২ রানে ব্যাট করছিলেন শ্রেয়স। দ্বিতীয় দিনের শুরুতে শ্রেয়স নিজের শতরান সম্পূর্ণ করতে পারেন কি না, সেইদিকে সকলের নজর ছিল। দিনের শুরুতেই শ্রেয়স জীবনদান পান। তাঁর ক্যাচ ফেলে বাংলাদেশে দল। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি শ্রেয়স। ৮৬ রানেই ইবাদতের বলে বোল্ড হন শ্রেয়স।

 


অশ্বিন-কুলদীপের লড়াই

তবে তিনি আউট হয়ে গেলে ভারতের ইনিংসের হাল ধরেন অশ্বিন ও কুলদীপ যাদব। দুই তারকার ব্যাটিং পার্টনারশিপে ভর করেই বড় রানের স্বপ্ন দেখছে ভারত। মধ্যাহ্নভোজের সময় অশ্বিন ৪০ ও কুলদীপ ২১ রানে ব্যাট করছেন। 

তেন্ডুলকরের শতরান

রঞ্জিতে অভিষেকেই সেঞ্চুরি হাঁকালেন সচিন তেন্ডুলকরের ছেলে অর্জন তেন্ডুলকর। গোয়ার হয়ে রঞ্জিতে অভিষেক করেছিলেন সচিন পুত্র। রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে ২০৭ বলে ১২০ রানের ইনিংস খেললেন অর্জুন। আর এই ইনিংসের সঙ্গে সঙ্গে বাবাকে ছুঁয়ে ফেললেন অর্জুন। ১৯৮৮ সালে গুজরাতের বিরুদ্ধে রঞ্জিতে অভিষেক হয়েছিল ১৬ বছরের সচিনের। সেই ম্যাচে শতরান হাঁকিয়েছিলেন তিনি। ৩৪ বছর পর সেই নজির গড়লেন তাঁর ছেলে অর্জুন তেন্ডুলকরও। 

প্রথম দিনে সাত নম্বরে ব্যাট করতে নেমে ৪ রানে অপরাজিত ছিলেন অর্জুন। এদিন সূয়াশ প্রভুদেশাইয়ের সঙ্গে জুটি বেঁধে ২২১ রানের বিশাল পার্টনারশিপ গড়েন সচিন পুত্র। সূয়াশ ৪১৬ বলে ২১২ রান হাঁকান। প্রথম শ্রেণির ক্রিকেটে সূয়াশের এটি প্রথম দ্বিশতরান। দ্বিতীয় দিনের খেলার সমাপ্তি পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ৪৯৩ রান বোর্ডে তুলেছে গোয়া। 

আরও পড়ুন:শেফালির অর্ধশতরান সত্ত্বেও ২১ রানে তৃতীয় টি-টোয়েন্টি হারল ভারত