Three school kids: একেই অফিসের চাপ, তার মধ্যেই তিন খুদের কান্ড দেখে চমকে গেল সবাই

সোম থেকে শনি। প্রতি সপ্তাহের সকাল আর বিকাল। শহরের রাস্তার দিকে তাকালে শুধুই অফিসের ভিড় দেখা যায়। প্রতিটি যানবাহনেই অফিসযাত্রীদের ভিড়। মেট্রোতেও বরাবর একই ছবি ধরা পড়ে। রোজকার একই গতে বাধা রুটিনে চলে জীবন। তবে এর মধ্যেই মাঝে মাঝে যদি অন্যরকম কিছু ঘটে যায়? রোজকার রুটিনের মাঝেই যদি মন ভালো করা কিছু ছবি ধরা পড়ে? সারাদিনের কাজের জন্য সেটাই যেন আলাদা শক্তি জোগায়। সম্প্রতি টুইটারে এইচটি সিটির পোস্ট করা একটি ভিডিয়োতে এমন ছবিই দেখা গেল।

সপ্তাহের মাঝামাঝি একটি দিন। অফিসের সময়। তার উপর দিল্লির মেট্রো।‌ আর পাঁচটা দিনের মতোই যাত্রীরা যে যার তাঁদের গন্তব্যে যাচ্ছিলেন। হঠাৎ ছবিটা পাল্টে গেল। মেট্রোর একটি কামরায় উঠেছিল তিনজন স্কুল পড়ুয়া। একজন হাতে আবার গিটারও ছিল। তারাই পাল্টে দিল ক্লান্তি আর চাপের চিত্রটা। আসন পেয়ে বসার পরেই একজন গিটারের তারে সুর উঠল। গানে পারদর্শী তিনজন পড়ুয়াই।‌ পাঞ্জাবি গান মন ভরেয়া-এর মিষ্টি সুরে ভরে মেতে উঠল কামেরা। উপস্থিত যাত্রীদের অনেকেই বের করে নিলেন ফোন ক্যামেরা। রেকর্ড করে নিলেন খুদেদের মন ভালো করা প্রয়াস। গানটার‌ আসল অর্থ একটু মন খারাপ করা। কিন্তু একরত্তিগুলির গলায় মিষ্টি সুর। তাতেই মন খারাপের গানও মন ভালো করে দিল সবার। অফিসের সব চাপ যেন নিমেষে উধাও।

পাঞ্জাবি গায়ক বি প্রাক বলিউডের অন্যতম বিখ্যাত গায়ক। তাঁর বেশ কয়েকটি গানের অ্যালবামের মধ্যে বিখ্যাত হল মন ভরেয়া অ্যালবাম। মিউজিক লেবেল স্পিড রেকর্ডের নামে গানটি ২০১৭ সালে প্রথম মুক্তি পায়। মুক্তির সঙ্গে সঙ্গেই জনপ্রিয় হয় গানটি। ২০২১ এ শেরশাহ সিনেমাটিতেও এই গানটির নতুন ভার্শন ব্যবহা করা হয়। এদিন সেই গানটিই শোনা যায় খুদেদের গলায়।