Viral Picture of Elephants: ক’টি হাতি একসঙ্গে জল খাচ্ছে? উত্তর যদি ৪ হয়, তাহলে তা একদম ভুল! ভালো করে দেখুন

রোজ সোশ্যাল মিডিয়ায় বহুOptical Illusionবিরাট জনপ্রিয় হয়ে যায়। তার মধ্যে কিছু থাকে আঁকা, আর কিছু একেবারে প্রকৃতির খেলা। সেই সব ধাঁধা যেন প্রকৃতি নিজেই তৈরি করে। এই উপরের ধাঁধাটির কথাই ধরুন না! এই ছবিতে রয়েছে কয়েকটি হাতি। সকলে মিলে জল খাচ্ছে। কিন্তু বলতে পারবেন কি,এর মধ্যে ক’টি হাতি রয়েছে?

বেশির ভাগই উত্তর দেবেন,৪টি হাতি। কিন্তু সেটি ভুল উত্তর। কারণ এখানে আছে তার চেয়ে অনের বেশি সংখ্যক হাতি।

সম্প্রতি ভারতের এক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে হাতিদের জল খাওয়ার একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। আর সেই ভিডিয়োর একটি দৃশ্যই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেটিই উপরের ছবিটি।

কিন্তু তাহলে উত্তরটি কী? সঠিক উত্তর খুঁঝে পাওয়ার জন্য আপনাকে আরও আরও ভালো করে দেখতে হবে ছবিটি। দেখুন তো বড় দু’টির হাতির পায়ের মাঝখান দিয়ে আর কোনও হাতিকে দেখতে পান কি না? মনে রাখবেন, হাতি দঙ্গল বেঁধে থাকে। এবং ছোট হাতিরা বড় হাতির ভিতরে লুকিয়ে থাকার চেষ্টা করে। আর সেই সূত্র ধরেই আপনি পৌঁছে যেতে পারেন সঠিক উত্তরের কাছে। তার জন্য আর এক বার ভালো করে দেখে নিন ছবিটি।

তাতেও কি বুঝতে পারলেন না? তাহলে ভিডিয়ো না দেখে বোঝার উপায় নেই। রইল গোটা ভিডিয়োটি। সেখান থেকে সব ক’টি হাতির সংখ্যা টের পাবেন আপনি। তবে ভিডিয়োটি দেখতে হবে শেষ পর্যন্ত।

এবার বুঝলেন তো? মোট হাতির সংখ্যা ৭। হ্যাঁ, এভাবেই প্রকৃতি তৈরি করে নিজস্ব ধাঁধা। চট করে যার সমাধান করা মুশকিল।