অনুব্রতকে কি দিল্লি নিয়ে যেতে পারবে ইডি? সোমবার রায় দেবে আদালত

গরুপাচারকাণ্ডে মূল অভিযুক্ত বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে চেয়ে ইডির আবেদনের শুনানি হল শনিবার। এদিন দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের বিশেষ বিচারকের এজলাসে প্রায় ২ ঘণ্টা মামলার শুনানি হয়। শুনানির পর রায়দান স্থগিত রেখেছেন বিচারক। আদালত সূত্রে খবর, সোমবার রায় দেবেন বিচারক।

অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে চেয়ে ইডির আবেদনকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করেছিলেন অনুব্রত মণ্ডল। কিন্তু সেই আবেদন খারিজ করে মামলাটি রাউস অ্যাভিনিউ আদালতে ফেরত পাঠায় দিল্লি হাইকোর্ট। এদিনের শুনানিতে ইডির তরফে আবেদন জানানো হয়, অনুব্রত মণ্ডল গরুপাচারের প্রধান অভিযুক্ত। তার নেতৃত্বেই যাবতীয় দুর্নীতি হয়েছে। ফলে তাকে দিল্লিতে সংস্থার সদর দফতরে এনে জেরা করা দরকার। এর আগে এই মামলায় এনামুল হক ও সায়গল হোসনকে দিল্লি নিয়ে আসার অনুমতি দিয়েছে আদালত। এক্ষেত্রেও একই রকম অনুমতি দিন বিচারক।

পালটা অনুব্রত মণ্ডলের আইনজীবী কপিল সিবাল বলেন, ‘এই ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে। FIR-ও হয়েছিল সেখানেই। অনুব্রতর দিল্লিতে কোনও সম্পত্তি পাওয়া যায়নি। তাহলে ইডি কেন তাঁকে দিল্লি নিয়ে আসতে চাইছে।’

তখন বিচারক রঘুবীর সিং বলেন, ‘ইতিমধ্যে ২ জনের ক্ষেত্রে ইডির আবেদনে মঞ্জুরি দিয়েছে এই আদালত। অনুব্রতর ক্ষেত্রে অন্যরকম রায় দিলে পুরনো রায় পুনর্বিবেচনার দাবি উঠতে পারে। নিজের দেওয়া রায় কী করে নিজেই পুনর্বিবেচনা করতে পারে একই আদালত?’

তখন কপিল সিবাল বলেন, ‘দিল্লি হাইকোর্ট এই আদালতকেই সিদ্ধান্ত নিতে বলেছে। এবার বিচারক ঠিক করবেন এই রায় দেওয়ার এক্তিয়ার তাঁর আছে কি না?’

প্রায় ২ ঘণ্টা শুনানি চলার পর এদিন রায়দান স্থগিত রাখেন বিচারক। আদালত সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে এই মামলার রায় জানা যাবে।