Mecheda Local: বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল মেচেদা লোকাল, হঠাৎ থমকে ট্রেন চলাচল

আজ, শনিবার বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল হাওড়া–খড়গপুর শাখার মেচেদা লোকাল। এই ঘটনায় এখন শোরগোল পড়ে গিয়েছে। এদিন রেল ট্র্যাক থেকে লাইন বেরিয়ে যায়। আর তার জেরে ঘটে বিপত্তি। এই লাইনেই আসার কথা ছিল মেচেদা লোকালের। কিন্তু আগেই মাঝপথে ট্রেনটিকে আটকে দেওয়ায় বড় বিপদ ঘটেনি। আর এই কারণে শেষমেশ রক্ষা পান লোকাল ট্রেনের যাত্রীরা। যদিও এই ঘটনায় অফিস টাইমে দীর্ঘক্ষণ ব্যাহত হয় ট্রেন চলাচল।

ঠিক কী ঘটেছিল রেললাইনে?‌ রেল সূত্রে খবর, আজ শনিবার সকালে হাওড়া থেকে খড়গপুর ডাউন লাইনে ফুলেশ্বর স্টেশনের কাছে এই ঘটনাটি ঘটে। সেখানের লাইনে ফাটল দেখা দিতেই বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। এই ট্র‌্যাক থেকে লাইন বেরিয়ে যাওয়ার বিষয়টি নজরে আসতেই থামিয়ে দেওয়া হয় মেচেদা লোকালকে। আর তৎক্ষণাৎ শুরু হয় মেরামতির কাজ। তারপর কেটে যায় দেড় ঘণ্টা। ১১টা ৫০ মিনিটে লাইন মেরামতির কাজ শেষ হয় এবং ট্রেনটি গন্তব্যে রওনা হয়। এই ঘটনার জেরে বেশ কয়েকটি ট্রেন দাঁড়িয়ে পড়ে।

আর কী জানা যাচ্ছে?‌ হাওড়া–খড়গপুর ডাউনলাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা। সেখানে এই ঘটনা কেমন করে ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। রোজ এই লাইনে অফিস টাইমে ভিড় মারাত্মক আকার নেয়। আজ, শনিবার হওয়ায় কম ভিড় ছিল। তবু যে পরিমাণ যাত্রী ছিল তাঁদের নিয়ে যদি ট্রেনটি এই লাইনে পড়ত তাহলে বড় দুর্ঘটনা ঘটতই। রেল লাইনে ফাটলের খবরে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়ায়।

তারপর ঠিক কী ঘটল?‌ মেচেদা লোকালকে দুর্ঘটনা থেকে রক্ষা করা গেলেও ট্রেন থমকানো আটকানো যায়নি। তার জেরে নাকাল হন যাত্রীরা। এই ঘটনার জেরে ওই শাখার রেল পরিষেবা বিঘ্নিত হয়। যদিও পরে মিডল লাইন দিয়েই বেশিরভাগ ট্রেন পাস করিয়ে দেওয়া হয়। তবে মেরামতির কাজ শেষে ট্রেন চলাচল বেশ কিছুক্ষণ পর স্বাভাবিক হয়।