SSC Scam: বয়সসীমা পেরিয়ে যাওয়ার পরেও নিয়োগ! ইন সার্ভিস স্ট্যাটাসের নথি চাইল SSC

শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে একের পর এক উঠে আসছে নতুন নতুন তথ্য। এবার বয়সসীমা পেরিয়ে যাওয়ার পরেও নিয়োগের অভিযোগ সামনে এসেছে। অভিযোগ উঠেছে নিয়োগের ক্ষেত্রে বয়সীমার নিয়ম মানা হয়নি। সে ক্ষেত্রে যাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে তারা ইন সার্ভিস ক্যাটাগরিভুক্ত কিনা তা জানতে চাইছে স্কুল সার্ভিস কমিশন। এর ভিত্তিতে কয়েকজন শিক্ষকের ইন সার্ভিস স্ট্যাটাসের নথি চেয়ে পাঠাল স্কুল সার্ভিস কমিশন। জানা গিয়েছে, ২০ জনের কাছ থেকে নথি চেয়ে পাঠানো হয়েছে।

চাকরিপ্রার্থীদের অভিযোগ ছিল, ২০১৬ সালে নিয়োগের আবেদনে ওই সমস্ত প্রার্থীদের বয়স ছিল ৪৫ বছর থেকে ৪৬ বছরের মধ্যে। সাধারণত স্কুল সার্ভিস কমিশনের নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমা হল ৪০ বছর। তবে ওবিসি (এ) এবং ওবিসি (বি) ক্যাটাগরি ভুক্তরা আরও তিন বছর বয়সে ছাড় পেয়ে থাকেন। অন্যদিকে, ইন সার্ভিস ক্যাটাগরি হলে সে ক্ষেত্রে বয়সের ছাড় থাকে আরও কিছুটা বেশি। আধিকারীদের মতে, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাঁরা যদি ইন সার্ভিস ক্যাটাগরিভুক্ত হন তাহলে সে ক্ষেত্রে কোনও সমস্যা হওয়ার কথা নয়। তার ভিত্তিতে তাঁদের ইন সার্ভিস স্ট্যাটাসের নথি চেয়ে পাঠিয়েছে স্কুল সার্ভিস কমিশন।

অন্যদিকে, চাকরিপ্রার্থীদের বক্তব্য, যাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে তাঁদের মধ্যে ওবিসি (এ) ক্যাটাগরির সংখ্যা বেশি রয়েছে। এছাড়াও, ৪ জন রয়েছেন জেনারেল ক্যাটাগরিভুক্ত। এর মধ্যে ৯ জনের বাড়ি মুর্শিদাবাদে, ৬ জনের বাড়ি নদিয়ায়, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার দুজন এবং বীরভূমের একজন বাসিন্দা রয়েছেন। দ্রুত তাঁদের এই সংক্রান্ত নথি দিতে বলেছে স্কুল সার্ভিস কমিশন। এমনকি স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ইমেল আইডিতে নথি পাঠানো যাবে বলে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে। সে ক্ষেত্রে নথি সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে।