বিএনপির রাষ্ট্র সংস্কারে ঘোষণা ধর্মান্ধ রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার মাত্র: মেনন

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ‌‘মুক্তিযুদ্ধের বিজয়ের মাসে বিএনপি ও জামায়াতের ১০ দফা ঘোষণা দেশে মুক্তিযুদ্ধের অর্জনের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র। এ দেশের জনগণ অবশ্যই জানেন সামরিক জান্তা জিয়াউর রহমান পঞ্চম সংশোধনীর মধ্য দিয়ে সংবিধান বদলিয়ে যে রাষ্ট্র চরিত্র নির্ধারণ করেছিলেন। তা ছিল প্রগতির বিরুদ্ধে পশ্চাৎপদতার সংস্কার। পুনরায় ওই অন্ধকারের শক্তির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

রবিবার (১৮ ডিসেম্বর) সেগুনবাগিচার কচিকাঁচা মিলনায়তনে বাংলাদেশ যুবমৈত্রীর অষ্টম কাউন্সিল উদ্বোধনী অধিবেশনে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এসব কথা বলেন।

কাউন্সিলের উদ্বোধন করেন বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘বাংলাদেশের জন্মের মধ্যেই সমাজতন্ত্রের আকাঙ্ক্ষা প্রতিফলিত ছিল। বঙ্গবন্ধু শহীদ হয়েছিলেন শুধু সমাজতন্ত্রে বিশ্বাসী ছিলেন বলে। যুবমৈত্রীর কর্মীদের আজ বাংলাদেশের দুর্দশা ঘোচাতে লড়াইয়ে রাস্তায় নামতে হবে।