Pak Minister’s Nuclear War threat to India: হজম হল না ভুট্টোর সমালোচনা, ভারতকে পরমাণু যুদ্ধের হুমকি পাক মন্ত্রীর

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে নিম্নরুচির মন্তব্য করে সমালোচিত হয়েছেন পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জরদারি। এই আবহে ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টির নেত্রী তথা পাকিস্তানের মন্ত্রী শাজিয়া মারি ভারতকে পরমাণু যুদ্ধের হুমকি দিলেন। প্রসঙ্গত, রাষ্ট্রসংধের মঞ্চে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘গুজরাটের কসাই’ বলে আক্রমণ করেছিলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জরদারি। এহেন কুরুচিকর মন্তব্যের তীব্র নিন্দা জানানো হয়েছিল ভারতের বিদেশ মন্ত্রকের তরফে। এই সামলোচনার একদিনের মাথায় পাকিস্তানি মন্ত্রী পালটা পরমাণু যুদ্ধের হুমকি দিয়ে বসলেন ভারতকে।

রিপোর্ট অনুযায়ী, পাক মন্ত্রী শাজিয়া সাংবাদিকদের বলেন, ‘ভারতের ভুলে গেলে চলবে না যে পাকিস্তানের কাছে পরমাণু বোমা আছে। আমাদের পারমাণবিক স্টেটাস চুপ করে বসে থাকার জন্য নয়। প্রয়োজনে আমরা পিছপা হব না। বারবার পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ করতে থাকলে, পাকিস্তান চুপ করে শুনবে না, এমনটা হবে না।’ উল্লেখ্য, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে পাকিস্তানকে লাদেন নিয়ে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। এর জবাবে ভুট্টো বলেন, ‘লাদেন তো মারা গিয়েছে, তবে গুজরাটের কসাই এখনও বেঁচে। এবং তিনি এখন ভারতের প্রধানমন্ত্রী।’

 

প্রসঙ্গত, বহুপাক্ষিক সংগঠন নিয়ে আলোচনা চলাকালীন রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে কোনও সূত্র ছাড়াই কাশ্মীর ইস্যু নিয়ে বলতে শুরু করেছিলেন পাকিস্তানি বিদেশমন্ত্রী বিলাওয়াল জারদারি ভু্ট্টো। এর জবাবে বিলাওয়লকে কড়া ভাষায় আক্রমণ শানান জয়শংকর। বিলাওয়াল বলেন, ‘বহুপাক্ষিকতার সাফল্য দেখতে হলে কাশ্মীর নিয়ে রাষ্ট্রসংঘের রেজোলিউশন বাস্তবায়ন করুন। আপনার (ভারত) সভাপতিত্বে এই অঞ্চলে শান্তি স্থাপন করুন।’ বিলাওয়ালের এই মন্তব্যের পরই লাদেন ইস্যু তোলেন জয়শংকর। ভারতের বিদেশমন্ত্রী মনে করিয়ে দেন যে কোন দেশ লাদেনকে আশ্রয় দিয়েছিল। পাশাপাশি ২০০১ সালের সংসদ হামলার ঘটনা মনে করিয়ে দিয়ে অভিযোগ করেন, পাকিস্তানে লস্কর এবং জইশ জঙ্গিদের জন্য স্বর্গ। জয়শংকর বুধবার বলেন, ‘সন্ত্রাসবাদের চ্যালেঞ্জ মোকাবিলায় গোটা বিশ্ব যখন আরও সম্মিলিত ভাবে কাজ করছে এবং একত্রিত হচ্ছে, তখন অপরাধীদের সুরক্ষা দিতে বহুপাক্ষিক প্ল্যাটফর্মের অপব্যবহার করা হচ্ছে।’ এই অপমান হজম না করতে পেরে মোদীকে আক্রমণ শানান পাক বিদেশমন্ত্রী। এর জবাবে ভুট্টোর কড়া সমালোচনা করে ভারতের বিদেশ মন্ত্রক।

বিদেশ মন্ত্রকের তরফে ভুট্টো এবং পাকিস্তানের সমালোচনা করে বলা হয়, ‘সমস্ত সীমা লঙ্ঘন করে নিম্নরুচির আক্রমণ করেছে পাকিস্তান। ১৯৭১ সালে আজকের দিনে (১৬ ডিসেম্বর) কী হয়েছিল, সেই কথা সম্ভবত ভুলে গিয়েছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী। বাংলাদেশের মাটিতে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্বিচারে গণহত্যা চালিয়েছিল পাক সেনা। তারপর এতদিন কেটে গেলেও সংখ্যালঘুদের প্রতি পাকিস্তানের মনোভাবে কোনও পরিবর্তন ঘটেনি। এহেন পাকিস্তান কোনও ভাবেই ভারতের দিকে আঙুল তুলতে পারে না।’ মন্ত্রকের তরফে আরও বলা হয়, ‘মুম্বই, পুলওয়ামা, নিউইয়র্ক, লন্ডন, পাঠানকোটের মতো শহর পাক সরকারের মদতপুষ্ট সন্ত্রাসের সাক্ষী থেকেছে। এই হিংসা ছড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের বিশেষ সন্ত্রাসবাদ জোন থেকে। সেখান থেকে সন্ত্রাসবাদের রফতানি করা হচ্ছে বিশ্ব জুড়ে। এই দেশই রাষ্ট্রসংঘের তালিকায় থাকা ১২৬ জন জঙ্গি এবং ২৭টি জঙ্গি সংগঠনের আশ্রয়দাতা।’