TMC: ‘দল আগে তো কিছু জানায়নি’, অভিষেকের নির্দেশ পদত্যাগ করে আপেক্ষ প্রধানের

দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নির্দেশ দিয়েছিলেন সোমবারের মধ্যে পদত্যাগ করতে। কিন্তু সোমবার অবধি গড়ালো না নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগ করলেন রানাঘাটের তাতলা ১ গ্রাম পঞ্চায়েত প্রধান প্রার্থপ্রতিম দে। তবে দলের নির্দেশে পদত্যাগ করলেও প্রধানের দাবি, তিনি বহুবার গ্রামে গিয়েছেন। তাঁর সম্পর্কে ভুল তথ্য দেওয়া হয়েছে।

রানাঘাটের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাতলা ১ গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি চার বছরে একবারও গ্রামে যাননি। পদত্যাগ পত্র দেওয়ার পর প্রধান পার্থপ্রতিম দে বলেন, গত চার বছরে তিনি অন্তত দু’শো বার গ্রামে গিয়েছেন। তাঁর কথায়,’করোনা কালে যখন সব পঞ্চায়েত অফিস বন্ধ ছিল তখন আমি দু’তিন জন কর্মী নিয়ে অফিস চালিয়েছি।’ তাঁর আক্ষেপ, ‘দল তো আগে আমায় ডেকে কিছু জানায়নি। তাহলে ভুল ভাঙিয়ে দিতে পারতাম। আমি রাজনীতি করি। দলের নির্দেশ মেনে চলব। দল যখন আমায় ইস্তফা দিতে বলেছে, তখন আমি ইস্তফা দেব।’ সোমবার পর্যন্ত অপেক্ষা না করেই প্রার্থপ্রতিম দে শনিবার সন্ধ্যাতেই ইস্তফাপত্র পাঠিয়ে দেন।

শনিবার রানাঘাটের মন্দির জনসভা থেকে অভিষেক বারবার পার্থপ্রতিম দের খোঁজ করেন। তিনি বলেন, ‘‘‌পার্থপ্রতিম দে আপনি কি আছেন? থাকলে বলুন, শেষ কবে গ্রামে গিয়েছিলেন? আপনি প্রধান থাকবেন কেন? সোমবারের মধ্যে ইস্তফা দিন। চার বছর এলাকায় যাননি। ব্লক সভাপতিদের বলছি প্রধান কাজ না করলে তার দায় আপনারও।’ তাঁর এই বার্তা পেয়েই সন্ধ্যার মধ্যে ইস্তফা দেন পার্থপ্রতিম দে।