West Bengal Encephalitis Increased 7 Fold In Last 7 Months Creates Concern


সন্দীপ সরকার, কলকাতা : রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে এনসেফ্য়ালাইটিস (Encephalitis)। শেষ তিনমাসে রাজ্যে প্রায় ৭ গুণ বেড়েছে আক্রান্তের সংখ্য়া। মৃতের সংখ্য়াও বেড়েছে হু হু করে। কেন্দ্রের স্বাস্থ্য় মন্ত্রকের (Central Health Ministry) রিপোর্টে উঠে এসেছে এমনই তথ্য।

ডেঙ্গি, ম্য়ালেরিয়ার পর এবার এনসেফ্য়ালাইটিস

মশা-বাহিত অসুখ এনসেফ্য়ালাইটিস ঘিরে ক্রমেই বাড়ছে উদ্বেগ। সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক একটি রিপোর্ট পেশ করেছে। যেখানে দেখা যাচ্ছে, শেষ তিনমাসে রাজ্যে প্রায় ৭ গুণ বেড়েছে এনসেফ্য়ালাইটিসে আক্রান্তের সংখ্য়া। কেন্দ্রের তথ্য় বলছে, অগাস্ট পর্যন্ত, রাজ্যে, জাপানিস এনসেফ্য়ালাইটিস ও অ্য়াকিউট এনসেফ্য়ালাইটিস সিনড্রোমে আক্রান্তের সংখ্য়া ছিল ১৯৮। মৃত্য়ু হয় ২ জনের। নভেম্বরের দেওয়া তথ্য়ের পর, ডিসেম্বরে প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে, আক্রান্তের সংখ্য়া বেড়ে হয়েছে ১ হাজার ৩২৬। মৃতের সংখ্য়া বেড়ে হয়েছে ২৭।                                                                         

এনসেফ্য়ালাইটিসের উপসর্গ কী ?

মূলত, জ্বর, খিঁচুনি, মাথায় ও ঘাড়ে যন্ত্রণা, পেশিতে, গাঁটে গাঁটে ব্য়থা, শারীরিক দুর্বলতা, ভুল বকা। এছাড়া  বমি, খাওয়ায় অরুচি  তো আছেই। চিকিৎসকরা বলছেন, এই রোগের প্রভাব পড়ে স্নায়ুতন্ত্রে। এই অসুখ মস্তিষ্কে প্রভাব ফেলতে পারে। হতে পারে মেমরি লস বা ভুলে যাওয়ার সমস্যা। এছাড়া, রোগীর দৃষ্টিশক্তি, শ্রবণ ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে। কথা বলার ক্ষমতা হতে পারে আক্রান্ত। পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়তে পারেন রোগী।                                           

মূলত কৃষিপ্রধান এলাকাতেই দেখা যায় এই রোগের উপদ্রব। পরিযায়ী পাখি ও মশার প্রকোপ যেখানে বেশি, সেখানেই বেশি পরিমাণে ছড়ায় এনসেফ্য়ালাইটিস।                                                                              

আরও পড়ুন- কোভিডের পর হাম রোধে রাজ্যে বড়সড় টিকাকরণ কর্মসূচি, জানুয়ারির এই দিনগুলিতে টিকা

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator