কলকাতা হাইকোর্টেও পিছলো DA মামলার শুানানি

সুপ্রিম কোর্টের পর এবার হাইকোর্টেও পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। মামলাটির পরবর্তী শুনানি হবে ৮ ফেব্রুয়ারি। গত সপ্তাহে বেঞ্চ বদলের জেরে ডিএ মামলার শুনানি তিন সপ্তাহ পিছিয়ে দেয় সুপ্রিম কোর্ট। ওদিকে আদালতের লড়াই যত দীর্ঘ হচ্ছে ততই ধৈর্য হারাচ্ছেন সরকারি কর্মচারীদের একাংশ।

সোমবার কলকাতা হাইকোর্টের তরফে জানানো হয়, ডিএ মামলার পরবর্তী শুনানি হবে ৮ ফেব্রুয়ারি। গত ১৪ ডিসেম্বর সুপ্রিম কোর্টে বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে ওঠার কথা ছিল ডিএ মামলা। কিন্তু শেষ মুহূর্তে মামলা শুনতে অস্বীাকর করেন তিনি। বিচারপতি দত্ত বলেন, আমার এজলাসে মামলা এসেছে বলে সরকারি কর্মচারীরা যে ভাবে উচ্ছ্বাস প্রকাশ করছেন তার পর আমার পক্ষে আর মামলা শোনা সম্ভব নয়।

গত অগাস্টের মধ্যে রাজ্য সরকারকে কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু তার পরেও ডিএ মেটায়নি রাজ্য। এর পর আদালত অবমাননার মামলা দায়ের করেন সরকারি কর্মচারীরা। একই সঙ্গে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তাঁরা। সুপ্রিম কোর্টে শুনানি পিছনোর পর কলকাতা হাইকোর্টে শুনানি পিছনো সময়ের অপেক্ষা ছিল বলে মত আইনজ্ঞদের।