প্রটোকল ভেঙে স্থানীয় যুবকদের সঙ্গে আর্জেন্তিনার জয়ের আনন্দে ভাসলেন মুখ্য়মন্ত্রী

আর্জেন্তিনার জয়ের আনন্দে একেবারে সাধারণ মানুষের সঙ্গে মিশে গেলেন ত্রিপুরার মুখ্য়মন্ত্রী। ভেঙে গেল যাবতীয় প্রটোকল। একেবারে অতি সাধারণ আর্জেন্তিনার সমর্থকদের সঙ্গে জয়ের আনন্দে ভাসলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

রবিবার রাতে আচমকাই দেখা যায় কোনও নিরাপত্তারক্ষী ছাড়াই গাড়ি চালিয়ে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী। এরপর নর্থ গেট এলাকায় চলে আসেন তিনি। সেখানে বিরাট স্ক্রিনে খেলা দেখছিলেন আর্জেন্তিনার ফ্যানরা। রুদ্ধশ্বাস ম্যাচ। সেই সময় মেসির জাদু দেখবেন কি সাধারণ মানুষ। সামনে দেখেন দাঁড়িয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী। কার্যত হতবাক হয়ে যান স্থানীয় যুবকরা। ঠিক দেখছেন তো! এরপর মুখ্য়মন্ত্রী সকলকে শুভেচ্ছা জানান। তিনি কিছুক্ষণ খেলাও দেখেন। পরে তা নিয়ে তিনি টুইটও করেন। স্থানীয় যুবকদের সঙ্গে তিনি জয়ের আনন্দে গা ভাসান। সঙ্গে ছিলেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র। 

এদিকে একদিকে মেসির জয়। প্রিয় দলের জয়। নীল সাদার জয়ের আনন্দে গা ভাসিয়েছেন ত্রিপুরার বিভিন্ন স্তরের মানুষ। আর অন্য়দিকে খোদ মুখ্য়মন্ত্রীর এভাবে সকলের সামনে চলে আসা। একেবারে উপরি পাওনা। কয়েকজন মুখ্যমন্ত্রীর সঙ্গে সেলফিও তুলে নেন। 

মুখ্য়মন্ত্রী বলেন, ফুটবল নিয়ে যুব সমাজের মধ্যে ব্যাপক উৎসাহ। তারা যদি ঠিকঠাক প্লাটফর্ম পান তবে তারা সকলের মুখ উজ্জ্বল করবেন। বর্তমান রাজ্য সরকার সেই নিরিখে কাজ করবে। 

মুখ্য়মন্ত্রী সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করে আর্জেন্তিনার এই জয়কে শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি লিখেছেন, এই সুন্দর জয়ের জন্য় আর্জেন্তিনাকে অভিনন্দন। আগরতলার উৎসাহী যুবকদের সঙ্গেই বিশ্বকাপ দেখেছি। আর্জেন্তিনার ঐতিহাসিক জয় দেখেছি।