বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ, আহত ১

প্রায় প্রতিদিন রাজ্যের নানা প্রান্ত থেকে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের নিত্যনতুন রূপ সামনে আসে। এবার ফিফা ফুটবল বিশ্বকাপ ফাইনালকে কেন্দ্র করেও একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ল তৃণমূলের ২ গোষ্ঠী। রবিবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে বর্ধমান শহরের তেজগঞ্জে উত্তেজনা ছড়ায়। লাঠির ঘায়ে গুরুতর আহত হয়েছেন এক তৃণমূল সমর্থক। ঘটনার পর থেকে থমথমে এলাকা।

রবিবার রাতে তেজগঞ্জে একটি ক্লাবের সামনে বিশ্বকাপের ফাইনাল খেলা দেখছিলেন তৃণমূল সমর্থকরা। পাশেই প্রোজেক্টর লাগিয়ে খেলা দেখছিত তৃণমূলের আরেকটি গোষ্ঠী। নিজেদের স্থানীয় বিধায়কের অনুগামী বলে দাবি করেন তাঁরা। অভিযোগ, খেলা শেষে আর্জেন্টিনার বিজয় উজ্জাপন শুরু হতেই দুপক্ষের বিবাদ বাধে। একে অপরের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দুপক্ষ। প্রথমে ক্লাবঘরে ঢুকে সদস্যদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পালটা তাদের ওপর বাঁশ লাঠি নিয়ে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন অভিযুক্তরা। লাঠালাঠিতে একজনের মাথা ফাটে।

খবর পেয়েই বিশাল পুলিশ বাহিনী আসে ঘটনাস্থলে। আহতকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সোমবার সকাল থেকে এই ঘটনাকে কেন্দ্র করে থমথমে হয়ে রয়েছে এলাকা। উভয় পক্ষই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক বলে বিরোধী রাজনৈতিক দলের দিকে অভিযোগের আঙুল তুলেছে।