১০০টি ভারতীয় ভাষায় সার্চ রেজাল্ট! AI-তে বাজিমাত করবে Google

Sundar Pichai in India: ১০০টির উপর ভারতীয় ভাষা নিয়ে কাজ করছে গুগল। AI-এর মাধ্যমে দেশের প্রতিটি মানুষের কাছে, তাদের নিজস্ব ভাষায় ইন্টারনেট পৌঁছে দিতে বদ্ধপরিকর তারা। এমনটাই জানালেন গুগল-অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই। সম্প্রতি ‘গুগল ফর ইন্ডিয়া’ ইভেন্টে AI-তে বিনিয়োগের গুরুত্ব তুলে ধরেন তিনি। গুগলের সাম্প্রতির ব্লগ পোস্টেও এই বিষয়ে উল্লেখ করা হয়েছে।

ইতিমধ্যেই গুগল দ্বি-ভাষিক সার্চ রেজাল্ট বাস্তবায়িত করেছে। বিশ্বে ভারতেই প্রথম এই নয়া ফরম্যাটের প্রয়োগ করছে গুগল। এর ফলে কোনও ব্যবহারকারীকে পাশাপাশি হিন্দিতেও সার্চ রেজাল্ট দেখাচ্ছে গুগল। মেশিন লার্নিং দ্বারা চালিত এই প্রযুক্তির মাধ্যমে দেশেরে ১০০টিরও বেশি ভাষাকে কভার করা হবে, জানিয়েছেন সুন্দর পিচাই। তিনি জানান, খুব শীঘ্রই তামিল, তেলেগু, মারাঠি এবং বাংলা ভাষাতেও এটি কার্যকর হবে। শুধু পাঠ্যই নয়। স্পিচ রিকগনিশনের ক্ষেত্রে হিন্দি ও ইংরাজির পার্থক্য বোঝার ক্ষমতা বৃদ্ধির বিষয়ে কাজ করছে গুগল। আরও পড়ুন: Swiggy: ভারতে সেকেন্ডে ক’টি বিরিয়ানি অর্ডার হয় জানেন? অবাক হবেন

তিনি জানান, আন্তর্তাজিক ক্ষেত্রে একটি অভিন্ন এআই মডেল তৈরির প্রচেষ্টা চলছে। স্পিচ ও পাঠ্য মিলিয়ে ১০০টিরও বেশি ভারতীয় ভাষার তর্যমা করতে পারবে এই কৃত্রিম বুদ্ধিমত্তা। বিশ্বের ১,০০০টি সর্বাধিক প্রচলিত ভাষাকে অনলাইনে আনাই এই মুহূর্তে গুগলের অন্যতম লক্ষ্য। ব্যবহারকারীদের পছন্দের ভাষায় জ্ঞান এবং তথ্য সংগ্রহে সহায়তা করতে চাইছে গুগল।

বর্তমানে ভারত সফরে রয়েছেন গুগল সিইও। ভারতের জন্য গুগলের ১০ বছরব্যাপী ১০ বিলিয়ন মার্কিন ডলারের ডিজিটাইজেশন ফান্ডের কাজের অগ্রগতি দেখতে এসেছেন তিনি।  

অ্যালাউড(Aloud) নামে ইউটিউবের একটি নতুন AI, ML প্রোডাক্টের বিষয়েও জানান সুন্দর পিচাই। এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে কোনও ইউটিউব ভিডিয়োর ভিন্ন ভাষায় তর্যমাকৃত ভয়েস ওভার হয়ে যাবে। আপাতত সীমিত সংখ্যক ইউটিউবারদের নিয়ে এই ফিচারের পরীক্ষা চালাচ্ছে গুগল।

এদিন গুগল পে-র নিরাপত্তাতেও এআই-এর প্রয়োগের কথা জানান সুন্দর পিচাই। এর ফলে ভুয়ো, প্রতারণামূলক লেনদেনের ক্ষেত্রে এআই নিজে থেকেই তা চিহ্নিত করতে সক্ষম হবে। আরও পড়ুন: WhatsApp-এ ‘Delete for All’ করতে গিয়ে ‘Delete for Me’ করে দিয়েছেন? রেহাই কীভাবে?

নথি সুরক্ষিত রাখার অ্যাপ ডিজিলকারের সঙ্গে গুগলের এআই-এর সংযোগের বিষয়েও জানান সুন্দর পিচাই। গুগল ফাইলসের মধ্যে কোনও জরুরি নথি থাকলে এআই তা নিজে থেকেই চিহ্নিত করে নেবে। সেটি আলাদা ফোল্ডারে পরপর গুছিয়ে দেবে। তিনি জানান, আগামিদিনে সমস্ত অ্যান্ড্রয়েড ফোনেই ডিজিলকার ইনবিল্ট থাকবে।