Cockroach in Rajdhani Food: রাজধানী এক্সপ্রেসে পরিবেশন করা অমলেটে আরশোলা! অভিযোগ পেয়ে যা করল রেল…

দেশের প্রথম সারির এক্সপ্রেস ট্রেন হল রাজধানী। সেই রাজধানী এক্সপ্রেসের খাবারেই মিলেছে আরশোলা। ঘটনাটি ঘটে গত ১৬ ডিসেম্বর। সেই খাবারের ছবি তুলে ভারতীয় রেল এবং ক্রেতা সুরক্ষা ও উপভোক্তা মন্ত্রী পীযূষ গোয়ালকে ট্যাগ করে টুইট করেন অভিযোগকারী যাত্রী। টুইট অনুযায়ী, যোগেশ মোরে নামক এক যাত্র গত ১৬ ডিসেম্বর ২২২২২ নং রাজধানী এক্সপ্রেসে করে ভ্রমণ করছিলেন। যোগেশ নিজের আড়াই বছরের মেয়ের জন্য একটি অমলেট অর্ডার করেছিলেন। সেই অমলেট এলে দেখা যায়, তাতে আরশোলা আছে। ক্ষুব্ধ যোগেশ সেই খাবারের ছবি তুলে টুইট করেন।

টুইটে সেই যাত্রী লেখেন, ‘আমরা ১৬ ডিসেম্বর দিল্লি থেকে রাজধানী এক্সপ্রেসে (২২২২২) করে ভ্রমণ করছিলাম। আমি আমর সন্তানের জন্য একটি অতিরিক্ত অমলেট অর্ডার করেছিলাম। আমার কন্যা সন্তানের বয়স মাত্র আড়াই বছর। তার যদি এই অমলেট খেয়ে কিছু হয়ে যেত, তার জন্য কে দায়িত্ব নিত?’ এই টুইটের জবাবে রেল সেবা ডিএম করে সেই যাত্রীর থেকে তাঁর ফোন নম্বর এবং পিএনআর নম্বর জানতে চায়। পরে রেলের তরফে অভিযোগের প্রেক্ষিতে কড়া পদক্ষেপ করা হয়।

জানা গিয়েছে, অভিযুক্ত রাঁধুনিকে অবিলম্বে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এদিকে খাবার পরিবেশনের দায়িত্বে থাকা সংস্থাকে ১ লাখ টাকা জরিমানা দিতে বলা হয়েছে। প্যান্ট্রি স্টাফদের সতর্ক থাকতে বলা হয়েছে। এদিকে ট্রেনে কীটপতঙ্গ নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে মধ্য রেলকে। ট্রেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলা হয়েছে মধ্য রেল কর্তৃপক্ষককে। কড়া ভাষায় সবাইকে বলা হয়ছে, এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে কোনও ভাবে না ঘটে।