Fraud: রেলে চাকরি দেওয়ার নামে ট্রেন গুনতে বলেছিল প্রতারকরা, ২.৭ কোটি নিয়ে হাওয়া

এমনটাও হয়! নিউ দিল্লি রেলস্টেশনে রেলে চাকরি দেওয়ার নাম করে প্রায় ২.৬ কোটি টাকা প্রতারণার অভিযোগ একটি চক্রের বিরুদ্ধে উঠেছে। অন্তত ২৫জনের সঙ্গে এই প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ। আর রেলে চাকরির জন্য় বলা হয়েছিল স্টেশন দিয়ে কতগুলো ট্রেন যাচ্ছে তা রোজ গুণতে হবে। এটাই নাকি ট্রেনিং।

ট্রেনের চেকারের চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করা হয় বলে অভিযোগ। চাকরি দেওয়ার নাম করে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছিল। সূত্রের খবর, তামিলনাড়ুর এক প্রাক্তন সেনা জওয়ান তার প্রতিবেশী ও অন্যান্য যুবকদের দিল্লি নিয়ে গিয়ে চাকরি দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু পরে জানা যায় তাঁর সঙ্গে প্রতারণা করা হয়েছে।

পুলিশ এনিয়ে FIR করেছে। ওই প্রাক্তন সেনা কর্মীর দাবি, হায়দরাবাদে শিবারামন নামে এক ব্য়ক্তির সঙ্গে তার আলাপ হয়েছিল। তিনি দাবি করেছিলেন মন্ত্রীদের সঙ্গে তার ওঠাবসা রয়েছে। তিনি চাকরি দিতে সাহায্য করতে পারবেন।

এদিকে অভিযুক্ত ব্যক্তি নিজেকে উত্তর রেলের আধিকারিক পরিচয় দিয়ে ৩৩ লাখ টাকা করে প্রার্থী পিছু দাবি করেন।সতীশ নামে এক যুবক টাকাটা দিয়ে দেন। এরপর দিল্লিতে ট্রেনিং হয় তার। কী সেই ট্রেনিং?

FIR- এ উল্লেখ করা হয়েছে, বিকাশ রানা নামে এক ব্যক্তি তাকে ট্রেনিং করাতেন। কিন্তু পুরোটাই ভুয়ো। সারাদিনে কতগুলো ট্রেন যাচ্ছে সেটা গুনতে বলা হত। এরপর ট্রেনিং শেষ হওয়ার একটা ভুয়ো সার্টিফিকেট দেওয়া হয়।

অপর একজন ২৭ লাখ টাকা দিয়েছিল চাকরি পাওয়ার জন্য। অন্তত ২৫জন এভাবে প্রতারকদের হাতে টাকা দিয়েছিল। কিন্তু চাকরি আর মেলেনি। এমনকী তাদের ভুয়ো নিয়োগপত্রও দেওয়া হয়েছিল। কিন্তু চাকরি মেলেনি। পুলিশ এনিয়ে তদন্ত শুরু করেছে।