Imran Khan’s alleged phone sex audio: ‘দুই মহিলার সঙ্গে ফোন সেক্স’ ইমরান খানের! ভাইরাল অডিয়ো ক্লিপ, ভুয়ো দাবি দলের

আবারও বিতর্কে জড়ালেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। সোশ্যাল মিডিয়ায় দুটি অডিয়ো ক্লিপ ভাইরাল হয়ে গিয়েছে। তাতে যে ব্যক্তির গলা শোনা গিয়েছে, তিনি ইমরান বলে দাবি করা হয়েছে। ওই ব্যক্তি নাকি দু’জন মহিলার  সঙ্গে ফোন সেক্স করছেন বলে অভিযোগ উঠেছে। যদিও দুটি ক্লিপই ভুয়ো বলে দাবি করেছে ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

চলতি বছর পাকিস্তানের প্রধানমন্ত্রীর কুর্সি হারানোর পর থেকে একাধিক বিতর্কে জড়িয়েছেন ইমরান। যিনি হামলার ধাক্কা কাটিয়ে কিছুটা ধীরে-ধীরে ফিরছেন। তারইমধ্যে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দুটি অডিয়ো ক্লিপ (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) ভাইরাল হয়ে গিয়েছে। একাধিক মহলের দাবি, ওই অডিয়োয় যে ব্যক্তির কণ্ঠস্বর শুনতে পাওযা গিয়েছে, তিনি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান। যিনি দুই মহিলার সঙ্গে ‘ফোন সেক্স’ করছেন বলে দাবি করা হয়েছে। 

কয়েকজন পাকিস্তানি সাংবাদিকও দাবি করেন যে ওই অডিয়ো ক্লিপের (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) কণ্ঠস্বর আদতেই ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরানের। পাকিস্তানি সাংবাদিক মনসুর আলি খান ফেসবুক ভিডিয়োয় আবার দাবি করেন, একটি অডিয়োয় যে মহিলার কণ্ঠস্বর ছিল, তিনি কে, সে বিষয়েও খবর পেরেছেন। সেইসঙ্গে ওই অডিয়োয় যে ব্যক্তির গলা শুনতে পাওয়া গিয়েছে, তিনি ‘বড়’ ব্যক্তি বলে দাবি করেন ওই পাকিস্তানি সাংবাদিক। তবে ওই ব্যক্তি কে, তা গোপন রেখেছেন।

আরও পড়ুন: আমি সম্পর্কের উন্নতি হোক চাইতাম কিন্তু…ভারত -পাক সম্পর্ক নিয়ে মুখ খুললেন ইমরান

যদিও ইমরানের দল তেহরিক-ই-ইনসাফের দাবি, ওই ভাইরাল ক্লিপে যে ব্যক্তির কণ্ঠস্বর শোনা যাচ্ছে, তিনি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নন। ওই অডিয়ো ক্লিপ ভুয়ো বলে দাবি করেছে ইমরানের দল। তেহরিক-ই-ইনসাফের নেতা আর্সনাল খালিদ বলেন, ‘পিটিআই চেয়ারম্যানের বিরোধীরা ভুয়ো অডিয়ো এবং ভিডিয়ো তৈরি করা ছাড়া কিছু ভাবতেই পারে না।’

আরও পড়ুন: Imran Khan: ‘প্রধানমন্ত্রী ছিলাম আমি,ক্ষমতা ছিল বাজওয়ার হাতে’, গুরুতর অভিযোগ ‘অসহায়’ ইমরানের

পাকিস্তানের এক সাংবাদিক সৈয়দ সমীর আব্বাস দাবি করেন, ‘এই অডিয়োর ডাবিং করা হয়েছে। ২০১০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ইমরান খানের উপর খবর করেছি। তাঁর প্রতিটি ভাষণ ও সাংবাদিক বৈঠক শুনেছি। এটা ইমরান খানের কণ্ঠস্বর নয়। বরং এটা ডাবিং করা অডিয়ো। অত্যন্ত লজ্জাজনক কাজ।’