IPL 2023 Prize Money: BCCI To Increase Pay Purse In Indian Premier League Know Details


নয়াদিল্লি: আইপিএল (IPL) যে বিশ্বের সবথেকে ধনী ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ সেই নিয়ে কোনও সন্দেহ নেই। তবে আসন্ন মরসুমগুলিতে আইপিএলের মিডিয়া স্বত্ব বিশাল দামে বিক্রি হওয়ায় চডচড়িয়ে বেড়েছে আইপিএলের ব্র্যান্ড ভ্যালুও। এবার টুর্নামেন্টের পুরস্কারমূল্য (IPL 2023 Prize Money) বাড়ানো নিয়েও চিন্তাভাবনা শুরু করা হয়েছে।

বাড়তে চলেছে পুরস্কারমূল্য

নতুন মিডিয়া স্বত্বের সুবাদে আইপিএলের ব্র্যান্ড ভ্যালু ৯১ হাজার কোটি টাকা হয়েছে। তবে আয় বাড়লেও আইপিএলের পুরস্কারমূূল্য বেশ কিছুদিন ধরেই সমান রয়েছে। আইপিএলে পুরস্কারমূল্য হিসাবে প্রথম চার দলকে মোট ৪৬.৫ কোটি টাকা দেওয়া হয়। বিজয়ী দল পায় ২০ কোটি, ফাইনালে পরাজিত হওয়া দল পায় ১৩ কোটি, তৃতীয় স্থানে শেষ করা দল পায় সাত কোটি চতুর্থ স্থানে শেষ করা দলের ভাগ্যে জোটে ৬.৫ কোটি টাকা। যদিও আইপিএলের পুরস্কারমূল্যের বাকি ফ্রাঞ্চাইজি লিগগুলির তুলনায় অনেকটাই বেশি, তাও সম্প্রতি বাকি ফ্রাঞ্চাইজিগুলি নিজেদের পুরস্কারমূল্য খানিকটা বাড়িয়েছে। দক্ষিণ আফ্রিকায় শুরু হতে চলা নতুন লিগেও ৩৩.৫ কোটি পুরস্কারমূল্য হিসাবে খরচ করা হবে। তাই আইপিএলের পুরস্কারমূল্য বাড়ানো নিয়েও একাংশ দাবি জানাচ্ছে।

এখনও পর্যন্ত সরকারিভাবে যদিও এই বিষয়ে কিছু বলা হয়নি, তবে শোনা যাচ্ছে আসন্ন মরসুমে আইপিএলের পুরস্কারমূল্য ২০ থেকে ২৫ শতাংশ বাড়তে পারে। এই বিষয়ে কথা বলতে গিয়ে এক বিসিসিআই আধিকারিক জানান, ‘অন্যান্য লিগগুলির মতো আইপিএলের ক্ষেত্রে পুরস্কারমূল্যটা কোনও বড় বিষয় নয়। তবে হ্যাঁ, আমরা বেশ কয়েক বছর ধরে পুরস্কারমূল্য বাড়াইনি। পুরস্কারমূল্য বাড়ানোর আদৌ কোনও প্রয়োজন আছে না কি, সেই নিয়ে আমরা শীঘ্রই আলোচনায় বসব।’ আরেক আধিকারিক বলেন, ‘এই বিষয়ে (পুরস্কারমূল্য বাড়ানো নিয়ে) আলোচনা চলছে। পরের বছর থেকে পুরস্কারমূল্য ২০ থেকে ২৫ শতাংশ বাড়তে পারে। তবে কিছুই এখনও নিশ্চিত নয়। পরের বছর টুর্নামেন্ট শুরুর আগে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’ 

শুধু ভারতীয়রাই ‘ইমপ্যাক্ট’ খেলোয়াড়?

আসন্ন মরসুমের আইপিএলে (IPL 2023) মাঠে ‘ইমপ্যাক্ট’ খেলোয়াড়ের নিয়ম চালু হচ্ছে। ম্যাচের নির্দিষ্ট সময়ে দুই দলই ‘ইমপ্যাক্ট’ খেলোয়াড়দের (Impact Player) মাঠে নামাতে পারবে। এই ‘ইমপ্যাক্ট’ খেলোয়াড়দের বিষয়ে আজই বিসিসিআইয়ের (BCCI) তরফে এক গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হল। সেই আপডেট অনুযায়ী যদি কোনও দল চার বিদেশি নিয়ে মাঠে নামে, তাহলে কেবল ভারতীয়রাই ‘ইমপ্যাক্ট’ খেলোয়াড় হিসাবে মাঠে নামতে পারবেন।

তাহলে কি বিদেশি ক্রিকেটারদের কোনও অবস্থাতেই ‘ইমপ্যাক্ট’ খেলোয়াড় হিসাবে মাঠে নামানো যাবে না? অবশ্যই যাবে। তবে সেক্ষেত্রে উক্ত দলের একাদশে চার নয়, তার থেকে কম বিদেশি খেলোয়াড় থাকাটা আবশ্যক। বিসিসিআইয়ের তরফে এক বিবৃতিতে জানানো হয়, ‘কোনও দলের একাদশে চারজন বিদেশি খেলোয়াড় থাকলে একমাত্র ভারতীয়রাই ইমপ্যাক্ট খেলোয়াড় হিসাবে মাঠে নামতে পারবেন। ইমপ্যাক্ট খেলোয়াড় হিসাবে নাম লেখানো চার জনের মধ্যে সেই বিদেশি খেলোয়াড়ের নাম অবশ্যই থাকতে হবে। কোনও পরিস্থিতিতেই পাঁচজন বিদেশি খেলোয়াড় একসঙ্গে মাঠে নামতে পারবেন না।’

আরও পড়ুন: এই ৩ ক্রিকেটারকে নেওয়া উচিত নাইটদের, বলছেন কেকেআরের প্রাক্তনী