Messi’s face on banknotes: ১০০০ টাকার নোটে থাকবে মেসির মুখ? আর্জেন্তিনায় ছড়িয়ে পড়া খবরটি কি সত্যি

বিশ্বকাপ জয়ের উদ্‌যাপন শেষই হচ্ছে না আর্জেন্তিনায়। একের পর এক নতুন খবর আসছে সেখান থেকে। ঘোষণাও হচ্ছে একের পর এক। তবে যা যা খবর আসছে, তার মধ্যে কিছু গুজবও আছে।

হালে এমনই একটি খবর নিয়ে সংশয়ে রয়েছেন অনেকেই। আর্জেন্তিনার সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মেসির ছবি দিয়ে নাকি আর্জেন্তিনায় ১০০০ টাকার নোট ছাপানো হতে পারে। এই কথাটি শুনে দেশের বহু ফুটবলপ্রেমী আবেগে ভাসছেন। শুধু তাই নয়, অন্য দেশের মেসি-ভক্তরাও অত্যন্ত উত্তেজিত। কিন্তু খবরটি কি ঠিক?

সম্প্রতি আর্জেন্তিনার সংবাদমাধ্যম সূত্রেই ছড়িয়ে পড়েছে এই খবর। তার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় এটি বড় আকার নিয়েছে। কেউ কেউ বলেছেন, ১০০০-এর গোড়ায় ১০ সংখ্যাটি আছে বলেই, এটিতে মেসির মুখ বসানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক। কিন্তু কথাটি কি আদৌ ঠিক?

এর পরে জানা গিয়েছে আরও একটি খবর। সংবাদমাধ্যমই জানিয়েছে, ব্যাঙ্কের কর্মকর্তারা হালে নানা বিষয় নিয়ে আলোচনায় বসেছিলেন। আর সেখানেই এই প্রস্তাবটি দেওয়া হয়। কেউ একজন মজার ছলেই কথাটি বলেন। কিন্তু যাঁদের সামনে বলা হয়, তাঁদের বেশির ভাগই ফুটবল ভক্ত, এবং তাঁরা নাকি বিষয়টিকে মোটেই রসিকতার আকারে নেননি। বরং আর্জেন্তিনার ব্যাঙ্ক বর্তমানে নাকি বিষয়টি নিয়ে গুরুত্বের সঙ্গে বিচার করছে।

ব্যাঙ্কের কর্মকর্তারা এমন ভেবেছেন, কিছু নোটে মেসির মুখ ছাপা হলে, সেটি সাধারণ মানুষের কাছে সংগ্রহে রাখার মতো একটি জিনিস হবে। আর তাই বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়েই ভাবছেন তাঁরা।

তবে এটিই প্রথম নয়। এর আগেও আর্জেন্তিনা বিশ্বকাপ জয়ের পরে সে দেশের কয়েনে বিশ্বকাপ জয়ী দলের ছবি ছাপা হয়েছিল। ফলে বিষয়টি যে একেবারে নতুন কিছু হবে, তেমনও নয়।