Sports Highlights: বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় বোলারদের দাপট, সঙ্কটজনক পেলে, খেলার দুনিয়ার সারাদিন

<p><strong>কলকাতা:&nbsp;</strong>মীরপুরে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনই চালকের আসনে ভারত। পেলের শারীরিক অবস্থার অবনতি। রঞ্জি ট্রফিতে সরাসরি জয়ের সুযোগ বাংলার। খেলার দুনিয়ার সারাদিনের সব খবরের ঝলক।</p>
<p><strong>ভারতের হাতে ম্যাচের রাশ</strong></p>
<p>যশপ্রীত বুমরা, মহম্মদ শামিরা ফিট থাকলে একজনের হয়তো এই টেস্ট ম্যাচ খেলাই হতো না। অন্যজন আবার জাতীয় দলে এক সময় ব্রাত্য হয়ে পড়েছিলেন। মীরপুরে বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে বল হাতে জ্বলে উঠলেন সেই উমেশ যাদব (Umesh Yadav) ও আর অশ্বিন (R Ashwin)। দুজনই নিলেন চারটি করে উইকেট। দুই বোলারের দাপটে মাত্র ২২৭ রানে শেষ হয়ে গেল বাংলাদেশের প্রথম ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে ভারতের স্কোর ১৯/০।</p>
<p><strong>বাদ কুলদীপ</strong></p>
<p>কার্যত বেনজির কাণ্ড ঘটিয়ে ফেলল&nbsp;<a href="https://bengali.abplive.com/topic/indian-cricket-team" data-type="interlinkingkeywords">ভারতীয় দল</a>। চট্টগ্রামে টেস্ট ম্যাচ জয়ের নায়ককেই ছেঁটে ফেলল দ্বিতীয় টেস্ট থেকে।</p>
<p>প্রথম টেস্টে ম্যাচের সেরা হয়েছিলেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। সেই চায়নাম্যান স্পিনারকে দ্বিতীয় টেস্টের দলেই রাখল না টিম ইন্ডিয়া। যে সিদ্ধান্ত নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে তোলপাড় পড়ে গিয়েছে। তবে এমন ছবি ভারতীয় ক্রিকেটে নতুন নয়। বরং বাংলাদেশ সফরেই এমনটা আগেও দেখা গিয়েছে।</p>
<p><strong>পেলের শারীরিক অবস্থার অবনতি</strong></p>
<p>ফের বিশ্ব ফুটবল মহলে উদ্বেগ। ফের সংকটজনক ফুটবল সম্রাট পেলে (Pele)।</p>
<p>রিও দে জেনেইরোর যে হাসপাতালে পেলে ভর্তি রয়েছেন, সেই অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কিংবদন্তি খেলোয়াড়ের শরীরে বাসা বাধা ক্যান্সার আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। এলিভেটেড কেয়ারে স্থানান্তরিত করা হয়েছে তাঁকে। গত নভেম্বর মাস থেকে তিনি হাসপাতলে ভর্তি&zwnj;। অসুস্থতার জন্য এবছরের বড়দিন তাঁকে হাসপাতালেই কাটাতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পেলের মেয়ে কেলি জানিয়েছেন, বাবার অসুস্থতার জন্য এবছর বাড়ির বড়দিনের অনুষ্ঠান তাঁরা বাতিল করছেন। হাসপাতালেই&nbsp;<a href="https://bengali.abplive.com/topic/christmas" data-type="interlinkingkeywords">বড়দিন</a>&nbsp;পালন করবেন তাঁরা।</p>
<p><strong>সুদীপের সেঞ্চুরি</strong></p>
<p><a href="https://bengali.abplive.com/topic/ranji-trophy">রঞ্জি ট্রফি</a>তে (Ranji Trophy) পরপর দুই ম্যাচে সরাসরি জয়ের হাতছানি বাংলার। শুক্রবার আর ৯ উইকেট তুলতে পারলেই হিমাচল প্রদেশকে সরাসরি হারাবেন মনোজ তিওয়ারিরা। এখনও ৩৯২ রানে এগিয়ে বাংলা। শুক্রবারই ম্যাচের শেষ দিন। বাংলার বোলারদের ওপরই এখন নির্ভর করছে ৬ পয়েন্টের স্বপ্ন।</p>
<p>বুধবার দ্বিতীয় ইনিংসে ৮৯/১ স্কোরে খেলা শেষ করেছিল বাংলা। বৃহস্পতিবার দ্বিতীয় ইনিংসে ২৯১/৫ তুলে ডিক্লেয়ার করে বাংলা। যে ইনিংসের মধ্যমণি সুদীপ ঘরামি। তিন নম্বরে ব্যাট করতে নেমে ১৬৬ বলে ১০১ রানের ঝকঝকে ইনিংস খেলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩ বছরের ডানহাতি ব্যাটারের দ্বিতীয় সেঞ্চুরি। তাঁকে যোগ্য সঙ্গত করেন মনোজ তিওয়ারি। অভিমন্যু ঈশ্বরণ জাতীয় টেস্ট দলে ডাক পাওয়ায় যিনি এই মরসুমে বাংলা দলকে নেতৃত্ব দিচ্ছেন। আর ব্যাট হাতে রয়েছেন দুরন্ত ফর্মে। বৃহস্পতিবারও ঝকঝকে হাফসেঞ্চুরি করলেন মনোজ। ৮৩ বলে ৫০ রান করলেন মনোজ। চতুর্থ উইকেটে সুদীপের সঙ্গে ১০৬ রান যোগ করেন মনোজ। তাঁদের পার্টনারশিপের পরই নিশ্চিত হয়ে যায় যে, আড়াইশো রান পেরিয়ে যাবে বাংলা। পাবে বড় রানের লিডও। প্রথম ইনিংসের নায়ক অনুষ্টুপ মজুমদার ৩৮ রান করেন। ১৮ বলে ১৯ রান করে অপরাজিত ছিলেন শাহবাজ আমেদ। কার্যত ওয়ান ডে ক্রিকেটে ভঙ্গিতে খেলে ৭৪ ওভারে ২৯১/৫ তোলে বাংলা।</p>
<p><strong>ফিফা ব়্যাঙ্কিং</strong></p>
<p>কাতারে (Qatar World Cup 2022) তারা দেখিয়েছে স্বপ্নের দৌড়। আর তার রেশ এবার ফিফার ক্রমতালিকাতেও। একলাফে ১১ ধাপ উপরে উঠেছে মরক্কো (Morocco)। এই মুহূর্তে আফ্রিকান দেশগুলির মধ্যে ফিফা ক্রমতালিকায় (FIFA Ranking) সবথেকে উপরে তারা। এদিকে, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিলেও ফিফার ক্রমতালিকায় অবশ্য বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনার থেকে উপরে থেকেই বছর শেষ করছে ব্রাজিল।</p>
<p>একধাপ উঠে এই মুহূর্তে ফিফা ক্রমতালিকায় দু’নম্বরে লিওনেল <a title="মেসি" href="https://bengali.abplive.com/topic/messi" data-type="interlinkingkeywords">মেসি</a>র দেশ <a title="আর্জেন্তিনা" href="https://bengali.abplive.com/topic/argentina" data-type="interlinkingkeywords">আর্জেন্তিনা</a> (Argentina)। তবে আগের বিভিন্ন ফিফা স্বীকৃত ম্যাচে জেতার হিসেবে পয়েন্টের ভিত্তিতে তাদের থেকে ওপরে তথা ফিফা ক্রমতালিকার শীর্ষে <a title="ব্রাজিল" href="https://bengali.abplive.com/topic/brazil" data-type="interlinkingkeywords">ব্রাজিল</a> (Brazil)। বিশ্বচ্যাম্পিয়নের থেকেও ক্রমতালিকায় বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বিদায় নেওয়া দেশ এগিয়ে থাকায় অবশ্য প্রশ্ন তুলছেন অনেকেই।&nbsp;</p>
<p><strong>অপসারিত রামিজ</strong></p>
<p>ইঙ্গিত ছিলই। এ বার সিলমোহর পড়ল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) প্রধানের পদ থেকে প্রাক্তন ক্রিকেটার রামিজ রাজাকে অপসারণ করা হল। পাকিস্তান সরকারই পিসিবি-র চেয়ারম্যান পদ থেকে অপসারণ করল রামিজ রাজাকে। পরিবর্তে আগামী চার মাসের জন্য পুরো বিষয়টি পরিচালনার জন্য নাজম শেঠির নেতৃত্বে ১৪ সদস্যের একটি কমিটি নিযুক্ত করেছে।</p>