₹4,000 crore bank fraud: ৪ হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি কলকাতার সংস্থার, দেশের ১৬ জায়গায় CBI তল্লাশি

৪০০০ কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণার অভিযোগে কলকাতা একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করল সিবিআই। ইউনিয়ান ব্যাঙ্ক অফ ইন্ডি (ইউবিআই) য়ার অভিযোগের ভিত্তিতে দেশের ১৬টি জায়গায় তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয়তদন্তকারী সংস্থা।

কর্পোরেশন পাওয়ার লিমিটেড নামে সংস্থার বিরুদ্ধে ৪,০৩৭.৮৭ কোটি টাকা প্রতারণার অভিযোগ করেছে ইউবিআই। এই অভিযোগের ভিত্তিতে সকাল থেকে দেশের ১৬টি জায়গায় তল্লাশি চালায় সিবিআই। মুম্বই, নাগপুর, কলকাতা, রাঁচি, দুর্গাপুর, বিশাখাপত্তনম এবং গাজিয়াবাদে তল্লাশি চালানো হয়।

২০০৯ সাল থেকে ‘১৩ পর্যন্ত সংস্থাটি ভুয়ো প্রকল্প জমা দিয়ে ওই বিপুল পরিমাণ অর্থ ঋণ নেয়। তার পর সেই টাকা বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরিয়ে ফেলে। বিষয়টি নজর আসতেই ২০১৩ সালে সংস্থার অ্যাকাউন্টটি নন পারফর্মিং অ্যাসেট (এনপিএ) হিসাবে চিহ্নিত করে। এর পর ইউবিআই-এর কনর্সোটিয়ামের থাকা অন্যান্য ব্যাঙ্কগুলিরও তাদের অধীনে থাকা অ্যাকাউন্টগুলোও এনপিএ হিসাবে নথিভুক্ত করে। ২০১৯ সালে প্রতারক হিসাবে সংস্থাটিকে চিহ্নিত করে ব্যাঙ্ক। তাদেরই অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে তল্লাশি শুরু করে সিবিআই।

শুক্রবার দেশের ১৬টি জায়গায় তল্লাশি করে প্রচুর নথি উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আরও তল্লাশি চলবে বলে সিবিআই জানিয়েছে।