ঠিক কোথায় দাঁড়িয়ে মীরপুর টেস্ট? তৃতীয় দিনের শেষে জানুন কার পাল্লা ভারী

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হয়েছে ভারত (India vs Bangladesh 2nd Test)। মীরপুরে ১৮৮ রানে জিতে সিরিজে ১-০ এগিয়ে কেএল রাহুল (KL Rahul) অ্যান্ড কোং। চট্টগ্রামে যেখানে শেষ করেছিল ভারত, মীরপুরে ঠিক সেখান থেকেই শুরু করেছে রাহুল অ্যান্ড কোং। শনিবার মীরপুর টেস্টের তৃতীয় দিনের শেষে ভারত ৪ উইকেট হারিয়ে ৪৫ রান তুলেছে। জেতার জন্য ভারতের টার্গেট আর মাত্র ১০০ রান। হাতে আছে হাফ ডজন উইকেট। টেস্টের প্রথম দিনেই মুখ থুবড়ে পড়েছিল সাকিব আল হাসান অ্যান্ড কোং (Shakib Al Hasan)। শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল আয়োজক দেশ। উমেশ যাদব ও রবিচন্দ্রন অশ্বিনদের দাপটে সাকিবদের প্রথম ইনিংসের গল্প শেষ হয়ে গিয়েছিল মাত্র ২২৭ রানে। ভারত তার জবাবে প্রথম ইনিংসে ৩১৪ রান করে অলআউট হয়ে যায়। 

আরও পড়ুন: India vs Bangladesh: কেমন ছিল মীরপুর টেস্টের দ্বিতীয় দিন? ঋষভ-শ্রেয়স খেলেলেন একেবারে টি-টোয়েন্টি মেজাজে

দ্বিতীয় দিনের শেষে বাংলাদেশ সাত রান ব্যাট করছিল। অপরাজিত ব্যাটার নাজমুল হোসেন শান্ত (৫) ও জাকির হাসান (২) এদিন বাংলাদেশের হয়ে দিন শুরু করেন। জাকির হাসান এদিন ৫১ রান করে আউট হন। লিটন দাসের ব্যাট থেকে আসে ৭৩ রান। নুরুল হাসান ও তাসকিন আহমেদ ৩১ রান করে করায় বাংলাদেশ ২৩১ রান তুলতে সমর্থ হয়। অক্ষর প্যাটেল তিনটি উইকেট পেয়েছেন। আর অশ্বিন ও মহম্মদ সিরাজ পেয়েছেন দুইটি করে উইকেট। একটি করে উইকেট উমেশ যাদব ও জয়দেব উনাদকাটের। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই ভারত ধুঁকতে থাকে। মেহদি হাসান মিরাজ একাই তুলে নেন তিন উইতকেট। মাত্র ২৯ রানের মধ্যে শুভমান গিল (৭), রাহুল (২) ও চেতেশ্বর পূজারা (৬) ফিরে যান। রাহুলের অফফর্ম অব্যাহত। যা নিয়ে বিস্তর চর্চাও হচ্ছে। পাঁচে নেমে কোহলিও ফিরে যান মাত্র এক রান করে। দিনের শেষে চারে নামা অক্ষর (২৬) ও জয়দেব উনাদকাট (৩) অপরাজিত রয়েছেন। ভারত জয় থেকে আর ১০০ রান দূরে। হাতে রয়েছে পুরো দুই দিন ও ছয় উইকেট। বাংলাদেশের হয়ে মেহদি ছাড়া ক্যাপ্টেন সাকিব নিয়েছেন এক উইকেট।

আরও পড়ুন: Chris Gayle | IPL Auction 2023: ‘ধারের টাকা এবার দয়া করে ফেরত দাও’! ১৬ কোটির ক্রিকেটারকে তোপ গেইলের

চোটের জন্য এই টেস্টে দলের বাইরে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। তাঁর বদলে নেতৃত্বে কেএল রাহুল। ফাস্টবোলার মহম্মদ শামি  ও অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা চোট সারিয়ে পুরোপুরি সেরে ওঠেনি এখনও। শামিকে কাঁধ ও জাদেজাকে হাঁটু ভোগাচ্ছে। ফলে শামি-জাদেজা টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। তাঁদের পরিবর্তে নবদীপ সাইনি ও সৌরভ কুমার এসেছেন। এর পাশাপাশি জোরে বোলার উনাদকাটকেও দলে নেওয়া হয়েছে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)