Behala Road Accident: অ্যাপ মোটরবাইকে ধাক্কা মারল সিমেন্ট মিক্সিং লরি, পথ দুর্ঘটনায় মৃত্যু তরুণীর

খাস কলকাতার বেহালায় পথ দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল এক তরুণীর। আজ, শুক্রবার অ্যাপ মোটরবাইকে চেপে অফিসে যাচ্ছিলেন ওই তরুণী। তখনই ওই মোটরবাইকে ধাক্কা মারে সিমেন্ট মিক্সিং একটি লরি। তখন ওই মোটরবাইক থেকে রাস্তায় ছিটকে পড়েন তরুণী। আর ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এই পথ দুর্ঘটনায় গোটা এলাকায় আলোড়ন পড়ে গিয়েছে।

ঠিক কী ঘটেছে বেহালায়?‌ স্থানীয় সূত্রে খবর, আজ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মোটরবাইক আরোহী তরুণীর। বেহালার এসএন রায় রোডে এই পথ দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল সাড়ে ৯টা নাগাদ পথ দুর্ঘটনা হয়। অ্যাপ মোটরবাইকে ধাক্কা মারে লরিটি। মোটরবাইক থেকে পড়ে যান ওই তরুণী। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ কী তথ্য জানতে পেরেছে?‌ পুলিশ সূত্রে খবর, বেহালায় পথ দুর্ঘটনা মৃত তরুণীর নাম মৌলি অধিকারী। তিনি থাকতেন বেহালা পাঠকপাড়ায়। আর তাঁর আসল বাড়ি পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে। সেখান থেকে এসে এখানে থাকতেন কর্মসূত্রে। ঘাতক লরিটিকে এখনও আটক করা যায়নি। তবে এলাকার সিসিটিভি ফুটেজ দেখে বিস্তারিত ব্যবস্থা নেওয়া হবে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।।

আর কী জানা যাচ্ছে?‌ এসএন রায় রোডে যে পথ দুর্ঘটনা ঘটেছে তাতে ওই লরি গিয়ে ধাক্কা মারে মোটরবাইকে। তাতেই রাস্তায় ছিটকে পড়েন তরুণী। আর তার জেরে হাতে, পায়ে চোট লেগেছে তাঁর। পরে মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারাই প্রথমে এগিয়ে আসেন সাহায্য করতে। সম্প্রতি রেড রোডে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। ঘোড়ার গাড়িতে ধাক্কা মারে বেপরোয়া গাড়ি। ঘোড়ার গাড়িতে থাকা তিনজন ছিটকে পড়েন রাস্তায়। গুরুতর আহত তিনজনকে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। এছাড়া সল্টলেক, চিংড়িঘাটা, উল্টোডাঙা, উলুবেড়িয়া–সহ নানা জায়গায় বাড়ছে পথ দুর্ঘটনা।