জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফ্রান্সের (France) মিডফিল্ডার ব্লেজ মাটুইডি (Blaise Matuidi) ফুটবলকে বলে দিলেন না। পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেদিলেন তিনি। বিদায়লগ্নে ভিডিয়োর সঙ্গেই একটি আবেগি নোট লিখেছেন মাটুইডি। মাটুইডি গতবছর রাশিয়ায় বিশ্বকাপজয়ী (FIFA World Cup 2018) ফ্রান্স টিমের তারকা ফুটবলার ছিলেন। কেরিয়ারের শেষ দু’বছর তিনি ইন্টার মায়ামিতে (Inter Miami) খেললেন। আগামী ৩১ ডিসেম্বর ৩৫ বছরের ফুটবলারের সঙ্গে ইন্টার মায়ামির চুক্তি শেষ হয়ে যাচ্ছে।
মাটুইডি লিখেছেন, ফুটবল, আমি তোমাকে অনেক ভালোবেসেছি। ফুটবল, তুমি আমাকে অনেক কিছু দিয়েছ, কিন্তু এখন আর নয় বলার সময় এসেছে। এই দীর্ঘ যাত্রাপথে যখন ফিরে তাকাই, তখন আমার কেরিয়ায়ের উজ্জ্বল দিনগুলি স্মৃতিতে দীপ্তি ছড়ায়। ছোটবেলায় দেখা স্বপ্ন বড়বেলায় পূরণ করেছি। আমার গলা ধরে আসছে। আজ জীবনের এই পাতা উল্টে দিচ্ছি। সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই, যারা বন্ধু থেকে ভাই হয়ে উঠেছিল। ধন্যবাদ জানাই কোচ, ম্যানেজার, উচ্চ পর্যায়ের খেলোয়াড, অপেশাদার ফুটবল ও স্বেচ্ছাসেবকদেরও। ধন্যবাদ আমার পরিবারকে, যারা সবসময় আমাকে সমর্থন করেছে। পরিশেষে, আপনাদের ধন্যবাদ, যারা আপনারাই সবসময় শক্তি জুগিয়েছেন উচ্চতায় নিজেকে নেওয়ার জন্য।’
আরও পড়ুন: Lionel Messi | PSG: বিশ্ব কাঁপানো ত্রয়ীকে কি আর দেখা যাবে একসঙ্গে? চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন মেসি
মাটুইডি পা থেকে বল কেড়ে নেওয়ায় ছিলেন দারুণ দক্ষ। ভালো পাসিংয়ের সঙ্গেই দুর্দান্ত স্ট্যামিনা। গোলের জন্য তিনি ছোঁকছোঁক করতেন। তিনি প্যারিস সাঁ জাঁ-র হয়ে চারবার লিগ ওয়ান খেতাব জিতেছেন। এর পাশপাশি জুভেন্তাসের হয়ে টানা তিনবার জিতেছেন সেরি এ। রাশিয়া বিশ্বকাপে দিদিয়ের দেশঁ মাটুইডিকে সাত ম্যাচের মধ্যে চারটি ম্যাচ খেলিয়ে ছিলেন। তিনি ফাইনালেও খেলেছেন। ফ্রান্স সেবার ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বকাপ জিতেছিল। ২০১৬ সালে মাটুইডি ঘরের মাঠে ইউরো কাপের ফাইনাল খেলেছিল। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল ১-০ গোলে ফ্রান্সকে হারিয়ে খেতাব জিতেছিল। ২০১৯ সালের অক্টোবরে আন্তর্জাতিক ফুটবলকে আলবিদা বলেছিলেন মাটুইডি, এবার সব রকমের ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)