Christmas 2022: বড়দিনের উৎসবে মাতোয়ারা শহর! ঝটপট বাড়িতে এই উপায়ে সাজিয়ে নিন ক্রিসমাস ট্রি

আর খানিকক্ষণ বাদেই সেই বহু প্রতিক্ষিত সময় আসন্ন। রাত ১২ টার কাঁটা ছুঁতেই শুরু হবে বড়দিন উদযাপন। তার আগে থেকে বাড়ি সাজানোর নানান উদ্যোগ শুরু হয়েছে। এদিকে, যদি আপনার বাড়িতে এখনও ক্রিসমাস ট্রি সাজানোর পর্ব কি চলছে? তাহলে ক্রিসমাস ট্রি সাজানোর শেষ মুহূর্তের জন্য কিছু টিপস দেখে নেওয়া যাক।

ক্রিসমাস ট্রি সাজাতে গেলেই লক্ষ্য রাখতে হবে রঙের দিকে।

১) প্রথমেই সঙ্গে রাখুন পেপার ফ্লেকস। এতে নস্টালজিক একটা ছোঁয়া আসবে। চারিদিকে তুষারের কিছুটা অংশ করতে হলে সাদা কাগজে আঁঠা দিয়ে তুলো আটকে নিন।

 ২)এছাড়াও স্নো ফ্লেকসের বন্দোবস্ত করতে হবে। 

৩)এরপর নজরে আনতে হবে, ক্রিসমাস ট্রিয়ের পরের অংশ। সেখানে ওপরে স্টার লাগাতে হবে। সারাটা ক্রিসমাস ট্রিতে স্টার লাগাতে কিছু রঙ বেছে নিন। স্টার যদি কেনা না হয়, তাহলে তা বাড়িতে ঝটপট কাগজ দিয়ে এঁকে নিন। 

৪)এছাড়াও লাগাতে হবে বেল। ক্রিসমাস ট্রিতে বেল না লাগালে সেভাবে তা ভালো দেখতে লাগে না। ফলে লাল ও সোনালী ও রুপোলী রঙের বেল দেওয়া ভালো। সেক্ষেত্রে তা দেখতেও ভালো লাগে।

৫) গোটা ক্রিসমাস ট্রি জুড়ে লাগিয়ে নিন লাল রঙের রিবন। এই রিবন দিলে গাছটি একেবারে পারফেক্ট দেখতে লাগে। কোনও মতেই তা গ্ল্যামার হারায় না। তাড়াতাড়ি ক্রিসমাস ট্রি সাজাতে গেলে দরকার এই রিবন। ঝটপট তা বেঁধে ফেলুন ক্রিসমাস ট্রিতে।  

৬)ফেয়ারি লাইটগুলি বেশ সস্তা কিন্তু তবুও আপনার ক্রিসমাস ট্রিকে একটি সুন্দর উত্সব পরিবেশ দিতে পরিচালনা করুন। আপনার ক্রিসমাস ট্রিটি ভিতরে থেকে আলোকিত হলে এটি সবচেয়ে প্রাণবন্ত বলে মনে হবে।

৭) শুধু ক্রিসমাস ট্রি ঘরে এনে রাখলেই হবে না। সঙ্গে রাখতে হবে সামান্য কিছু ফুল। আর তা দিয়ে ঘর সাজালেই খুব সুন্দর দেখতে লাগবে। ক্রিসমাস ট্রিটিও ঘরে উজ্জ্বল অবস্থান ধরে রাখবে।