Breast Cancer Symptoms: প্রতি ২৮ জনে একজন মহিলা স্তন ক্যানসারে আক্রান্ত, কীভাবে বুঝবেন জটিল রোগটির লক্ষণ

সারা বিশ্ব জুড়ে মারণরোগগুলির মধ্যে ক্যানসারের হার দ্রুত বেড়ে চলেছে। ভারতের মহিলাদের মধ্যে দ্রুত হারে ছড়িয়ে পড়ছে স্তন ক্যানসার। ২৮ জন মহিলার মধ্যে একজন এই মারণ রোগে আক্রান্ত হন। বেশ কিছু বৈশিষ্ট্যের কারণে ক্যানসারটি প্রাথমিক অবস্থায় ধরা পড়ে না। এতেই বাড়ছে বিপদ।‌ আক্রান্তের পাশাপাশি এই ক্যানসারে মৃত্যুর হারও যথেষ্ট বেশি। বিশেষজ্ঞদের কথায়, অনিয়মিত জীবনযাপনের কারণেই বাড়ছে আক্রান্তের সংখ্যা।

স্তন ক্যানসারের লক্ষণগুলি প্রাথমিক পর্যায়ে অনেকেই লক্ষ করেন না বা গুরুত্ব দেন না। এতে রোগটি সারানো কঠিন হয়ে পড়ে। চিকিৎসক সুনিতা দুবের কথায়, চল্লিশ বছর বয়সের পর থেকে বছরে একবার করে স্ক্রিনিং করানো উচিত। এছাড়াও কিছু নির্দিষ্ট লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

কী কী লক্ষণ‌ দেখা যেতে পারে?

স্তন ক্যানসারের প্রাথমিক অবস্থায় স্তনের ভিতর একটি ছোট টিউমার (লাম্প) তৈরি হয়। এই সময় স্তনে মাঝে মাঝেই ব্যথা অনুভূত হয়। একে অনেকে মাসিকের সমস্যা ভেবে এড়িয়ে চলেন। ক্যানসারের প্রকোপ বাড়লে এই ব্যথা বগল ও কাঁধ পর্যন্ত ছড়িয়ে যায়। এছাড়াও স্তনের আকারে বদল ও স্তনবৃন্তেও সমস্যা দেখা দেয়।

কীভাবে চিকিৎসা চলে?

সাধারণত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই রোগের প্রবণতা বাড়তে থাকে। স্তনে টিউমারের অবস্থান ও আকার অনুযায়ী চিকিৎসা শুরু করেন চিকিৎসক। প্রাথমিক পর্যায়ে রোগটি ধরা পড়লে চিকিৎসা করা অপেক্ষাকৃত সহজ হয়। তবে টিউমার গুরুতর হয়ে গেলে চিকিৎসা পদ্ধতিও জটিল হয়ে পড়ে। রেডিয়েশন ও থেরাপির মাধ্যমে রোগটি নির্মূল করার চেষ্টা চলে। এতে রোগীর শরীরের উপর যথেষ্ট চাপ পড়ে। বিশেষজ্ঞদের কথায়, প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে রোগ থেকে সেরে ওঠার সম্ভাবনা বেশি। তবে গুরুতর পর্যায়ে সেরে ওঠার সম্ভাবনা অনেকটাই কমে যায়। পাশাপাশি চিকিৎসার জটিলতার কারণে রোগীর অন্যান্য শারীরিক সমস্যা অনেকটা বেড়ে যায়।

এড়ানোর উপায় কী?

মারণ রোগটি এড়াতে চল্লিশ বছর বয়সের পর থেকে নিয়মিত ম্যামোগ্ৰাম করানো জরুরি। এছাড়া নিজেও নিয়মিত স্তন পরীক্ষা করা যায়। কোনওরকম অস্বাভাবিক বদল লক্ষ করলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত‌। বিশেষজ্ঞরা অনেক সময় স্তন ক্যানসার এড়াতে মদ ও ধূম পান এড়িয়ে চলার পরামর্শ দেন। এছাড়াও স্বাস্থ্যকর ডায়েট মেনে চলা জরুরি।