Former Brazil Coach Tite Attacked And Robbed During Morning Walk In Rio


রিও দে জেনেইরো: ছয় বছর ধরে ব্রাজিলের জাতীয় দলের (Brazil Football Team) কোচ থাকার পর সদ্যই কাতার বিশ্বকাপের পরে সেলেসাওয়ের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিতে (Tite)। সেই তিতেই নিজের শহর রিও দে জেনেইরোতেই আক্রান্ত হলেন। ছিনতাইবাজদের কবলে পড়লেন। 

খবর অনুযায়ী, রিও রাস্তায় রোজের মতোই সকালে হাঁটতে বেরিয়েছিলেন তিতে। সেই সময়ই ছিনতাইবাজদের কবলে পড়েন। ছিনতাইবাজরা জোর করে তাঁর একটি চেন সঙ্গে নিয়ে যানই, পাশাপাশি ব্রাজিলের বিশ্বকাপে পরাজয়ের জন্য তাঁকে কটূকথাও বলতে পিছপা হননি তাঁরা। প্রসঙ্গত, বিশ্বকাপের অন্যতম ফেভারিট হিসাবে টুর্নামেন্ট শুরু করলেও ক্রোয়েশিয়ার বিরুদ্ধে পেনাল্টিতে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয় নেমারদের। বিশ্বকাপ ওঠে ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্তিনার হাতে। তবে বিশ্বকাপ জিততে ব্যর্থ হলেও, তিতের অধীনে ব্রাজিল ২০১৮ সালের কোপা আমেরিকা জেতে এবং গত বছরের কোপায় রানার্স আপ হয়। তবে কোপার সাফল্য সত্ত্বেও ২০১৮ ও ২০২২, উভয় বিশ্বকাপেই ব্রাজিল কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয়।

বড়দিনে হাসপাতালে পেলে

মাঠে প্রতিপক্ষের রক্ষণভেদ করে গোল করায় তাঁর জুড়ি মেলা ভার। তবে লড়াইটা এখন প্রতিপক্ষের বিরুদ্ধে নয়, ব্রাজিল কিংবদন্তি পেলের (Pele) বর্তমান লড়াইটা ক্যান্সারের বিরুদ্ধে। গত নভেম্বর মাস থেকেই ব্রাজিলের অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি তিন বারের বিশ্বজয়ী ব্রাজিলিয়ান। উদ্বেগ ছিলই, সেই মতোই পেলেকে এ বছরের বড়দিনটাও হাসপাতালেই কাটাতে হচ্ছে। বড়দিনের প্রাক্কালে বাবাকে জড়িয়ে এক ছবি সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করলেন পেলেকন্যা।

বুধবারই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয় পেলের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। ক্যান্সারের চিকিৎসা তো চলছেই পাশাপাশি তাঁর মূত্রনালি ও হৃদযন্ত্রের চিকিৎসার জন্য তাঁকে আইসিইউতে রেখেই চিকিৎসা করা হবে। পেলের মেয়ে কেলিও জানিয়েছিলেন বড়দিনে তাঁরা পেলের সঙ্গে হাসপাতালেই সময় কাটাবেন। বড়দিনের প্রাক্কালেও বাবাকে একেবারেই একা ছাড়ছেন না পেলেকন্যা। তিনি শয্যাশায়ী পেলেকে জড়িয়ে ধরে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবির ক্যাপশনে লেখা, ‘এই যুদ্ধে (ঈশ্বরের ওপর) বিশ্বাস রেখে তোমার পাশে রয়েছি। আরও একটি রাত এভাবেই একসঙ্গে কাটল।’ ছবিতে পেলেকে জড়িয়ে ধরে তাঁর বুকের ওপরেই কেলিকে শুয়ে থাকতে দেখা গিয়েছে।

আরও পড়ুন: মেসির বিশ্বজয়, ম্যান ইউনাইটেড-রোনাল্ডো ভাঙন, ২০২২ সালে বিশ্ব ফুটবলের সাত-সতেরো