Afghanistan Viral Video: তালিবানি ফতোয়ায় ছাত্রী নেই ক্লাসে, রুম থেকে বেরিয়ে গেলেন ছাত্ররাও! আফগানিস্তানে প্রতিবাদ জোরদার

তালিবান যখন আফগানিস্তানের বুকে ঝড় তুলে সেদেশের শাসন দখল করেছিল, তখন গোটা বিশ্বের কাছে বার্তা দিয়েছিল যে তারা আগের থেকে অনেকটাই পাল্টে গিয়েছে। আগের থেকে এই তালিবান গোষ্ঠী অনেকটাই সংস্কারধর্মী। তবে আফগানিস্তানে নতুন করে তালিবানি শাসন শুরুর প্রথমাংশেই ফের একবার বিতর্কের সূত্রপাত করেছে তালিবান।

আফগানিস্তানে সদ্য শিক্ষাপ্রতিষ্ঠানে মহিলাদের প্রবেশ নিষদ্ধ করা হয়েছে। তা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন অনেকে। এর প্রতিবাদে বহু ছাত্র ক্লাস থেকে বেরিয়ে গিয়ে তালিবানের এই ফরমানের বিরুদ্ধে প্রতিবাদ জানান। তাঁদের এই প্রতিবাদে সামিল হয়েছেন বিশ্ববিদ্য়ালয়ের অধ্যাপকরাও। মহিলাদের শিক্ষা রুখে দেওয়া নিয়ে আফগানিস্তানের বুকে অনেকেই ক্ষোভে ফেটে পড়েন। উল্লেখ্য, বহুদিন ধরে সেদেশে নানাভাবে মহিলাদের ওপর অত্যাচারের বহু নমুনা তুলে ধরেছে তালিবান। তারমধ্যে সদ্য কলেজ ও বিশ্ববিদ্যালয়ে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ করেছে তালিবান। তালিবানের তরফে আফগানিস্তানের শিক্ষামন্ত্রী নিদা মহম্মদ নদিম বলছেন, ‘আমরা মহিলাদের বলেছিলাম, সঠিকভাবে হিজাব পরতে, তবে তাঁরা পরেননি। তাঁরা বিয়েবাড়ি যাওয়ার মতো করে সাজ পোশাক পরে কলেজে যান।’ তিনি এও বলেন যে, ‘মহিলারা কৃষি, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছেন, তবে এটা আফগান সংস্কৃতির সঙ্গে মানায়না।’

তালিবান যখন আফগানিস্তানের বুকে ঝড় তুলে সেদেশের শাসন দখল করেছিল, তখন গোটা বিশ্বের কাছে বার্তা দিয়েছিল যে তারা আগের থেকে অনেকটাই পাল্টে গিয়েছে। আগের থেকে এই তালিবান গোষ্ঠী অনেকটাই সংস্কারধর্মী। তবে আফগানিস্তানে নতুন করে তালিবানি শাসন শুরুর প্রথমাংশেই ফের একবার বিতর্কের সূত্রপাত করেছে তালিবান। 

আফগানিস্তানে সদ্য শিক্ষাপ্রতিষ্ঠানে মহিলাদের প্রবেশ নিষদ্ধ করা হয়েছে। তা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন অনেকে। এর প্রতিবাদে বহু ছাত্র ক্লাস থেকে বেরিয়ে গিয়ে তালিবানের এই ফরমানের বিরুদ্ধে প্রতিবাদ জানান। তাঁদের এই প্রতিবাদে সামিল হয়েছেন বিশ্ববিদ্য়ালয়ের অধ্যাপকরাও। মহিলাদের শিক্ষা রুখে দেওয়া নিয়ে আফগানিস্তানের বুকে অনেকেই ক্ষোভে ফেটে পড়েন। উল্লেখ্য, বহুদিন ধরে সেদেশে নানাভাবে মহিলাদের ওপর অত্যাচারের বহু নমুনা তুলে ধরেছে তালিবান। তারমধ্যে সদ্য কলেজ ও বিশ্ববিদ্যালয়ে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ করেছে তালিবান। তালিবানের তরফে আফগানিস্তানের শিক্ষামন্ত্রী নিদা মহম্মদ নদিম বলছেন, ‘আমরা মহিলাদের বলেছিলাম, সঠিকভাবে হিজাব পরতে, তবে তাঁরা পরেননি। তাঁরা বিয়েবাড়ি যাওয়ার মতো করে সাজ পোশাক পরে কলেজে যান।’ তিনি এও বলেন যে, ‘মহিলারা কৃষি, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছেন, তবে এটা আফগান সংস্কৃতির সঙ্গে মানায়না।’

 

আফগানিস্তানের শিক্ষামন্ত্রীর দাবি, মহিলাদের পড়াশোনা করা উচিত, তবে সেই সমস্ত দিকের পড়াশোনা করা উচিত নয়, যা ইসলাম ও আফগানিস্তানের সম্মানকে ক্ষুণ্ণ করে। এদিকে, এক ভিডিয়ো ক্লিপে দেখা গিয়েছে,  ক্লাসে মহিলারা না পড়তে পারায়, ছাত্ররাও ক্লাস ছেড়ে বেরিয়ে গেলেন। অন্যদিকে,  তালিবানি এই ফতোয়ার বিরোধিতা করে আফগানিস্তানের ৬০ জন অধ্যাপক ইস্তফা জানিয়েছেন শিক্ষামন্ত্রীকে। জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়, কলেজগুলির আশপাশে তালিবানের সশস্ত্র সৈনিকরা ঘোরাফেরা করছে। তারা কোনও মহিলাকে কলেজে ঢুকতে দেখলেই ব্যবস্থা নিচ্ছে।