Boxing Day Test: Days After IPL Auction Windfall, Cameron Green Picks Up Maiden 5-wicket Haul


মেলবোর্ন: সময়টা দারুণ যাচ্ছে ক্যামেরন গ্রিনের। এবারই প্রথম আইপিএলে খেলতে দেখা যাবে ক্যামেরন গ্রিনকে (Cameron Green)। মুম্বই ইন্ডিয়ান্স সাড়ে ১৭ কোটি টাকায় দলে নিয়েছে তাঁকে। আইপিএলের ইতিহাসে অজি ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক দর পেয়েছেন গ্রিন। এবার বক্সিং ডে টেস্টে ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন তরুণ এই অলরাউন্ডার। 

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মেলবোর্নে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে অস্ট্রেলিয়া। ম্যাচের প্রথম দিনেই ৫ উইকেট তুলে নিলেন গ্রিন। পুরনো বলে দুর্দান্ত পারফর্ম করলেন গ্রিন। তাঁকে যোগ্য সহায়তা দিলেন স্টার্ক, লিয়ঁ। দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৮৯ রানে অল আউট হয়ে যায়। 

দক্ষিণ আফ্রিকা যে পাঁচ ব্য়াটার গ্রিনের শিকার, তাঁরা হলেন- দে ব্রুইন, ভেরেইনে, মার্কো ইয়েনসেন, রাবাডা ও এনগিডি। দক্ষিণ আফ্রিকার ২ ব্যাটার ইয়েনসেন ও ভেরেইনে একমাত্র অর্ধশতরানের ইনিংস খেলেন। মূলত সেই জন্যই দুশোর দোরগোড়া পর্যন্ত যেতে পেরেছিল দক্ষিণ আফ্রিকার ইনিংস। 

উল্লেখ্য, আইপিএল নিলামে মুম্বই দলে নিয়েছে গ্রিনকে। এর আগে প্যাট কামিন্স ছিলেন সর্বাধিক দর পাওয়া অজি ক্রিকেটার। তাঁকে টেক্কা দিয়ে দিলেন গ্রিন। নিলামের ইতিহাসে সর্বাধিক দর পেয়েছেন স্যাম কারান। তাঁকে সাড়ে ১৮ কোটি টাকায় দলে নিয়েছে পঞ্জাব কিংস। 

এদিন ভেরেইনে ও মার্কো ইয়েনসেন মিলে ১১২ রানের পার্টনারশিপ গড়ে তুলেছিলেন, সেই পার্টনারশিপ ভেঙে দেন গ্রিন। জবাবে ব্যাট করতে নেমে দিনের শেষে ১ উইকেট হারিয়ে ৪৫ রান বোর্ডে তুলেছে অস্ট্রেলিয়া। নিজের ১০০ তম টেস্ট খেলতে নেমে দিনের শেষে ৩২ রানে অপরাজিত রয়েছেন ডেভিড ওয়ার্নার। ব্রিসবেন টেস্টে দুই ইনিংসে যথাক্রমে ০ ও ৩ রানের ইনিংস খেলেন। তিন বছর ধরে টেস্টে শতরান নেই ওয়ার্নারের। বক্সিং ডে টেস্টে কি পারবেন তিনি সেঞ্চুরি করতে?

নিজের ১০০তম টেস্ট খেলার আগে ওয়ার্নার বলেছেন ‘পারথ টেস্টে খেলতে নামার আগে আমার মানসিক অবস্থা একেবারেই ভাল ছিল না। যে জায়গায় আমার মানসিকভাবে আমার থাকার কথা ছিল সেই জায়গাতে ছিলাম না। ১০০ শতাংশ মানসিকভাবে ক্রিকেটের প্রতি আমি মনোযোগ দিতে পারিনি। ফলে ওই সময়টা আমার জন্য বেশ কঠিন ছিল।’

আরও পড়ুন: বারবার ব্রাত্য, স্য়ামসনের হয়ে ব্যাট ধরলেন প্রাক্তন ওপেনার