Kasba: বড়দিনের সন্ধ্যায় গির্জায় মোমবাতি থেকে অগ্নিদগ্ধ বালিকা, ১ পুলিশও জখম

বড়দিনের আনন্দে যখন মেতে উঠেছিল গোটা কলকাতাবাসী শহরের একপ্রান্তে তখনই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। বড়দিনে উপলক্ষে গির্জায় ঘুরতে গিয়ে ঘটল বিপত্তি। গির্জায় সাজানো মোমবাতির শিখা থেকে আগুন লাগল এক বালিকার গায়ে। তাকে বাঁচাতে গিয়ে কলকাতা পুলিশের এক সাব-ইন্সপেক্টর কিছুটা অগ্নিদগ্ধ হয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় কসবার টেগোর পার্কের কাছে। আশঙ্কাজনক অবস্থায় ওই বালিকাকে ভর্তি করানো হয়েছে মানিকতলার ইএসআই হাসপাতালে। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ঘটনাটি ঘটেছে সন্ধ্যায়। মেয়েটির বয়স ১০ বছর। বাড়ি কসবাতেই। পরিবারের সঙ্গে বড়দিন উপলক্ষে সে গির্জায় বেড়াতে গিয়েছিল। সাধারণত বড়দিনে গির্জাগুলি আলোকসজ্জা দিয়ে সাজানো থাকে। তাছাড়া দর্শনার্থীরা মোমবাতি জ্বালিয়ে থাকেন। সেই সৌন্দর্য ক্যামেরাবন্দি করছিল ওই মেয়েটি। তখনই অসাবধানতাবশত তার জামা আগুনের গ্রাসে চলে আসে। দ্রুত তার সারা শরীরে আগুন ছড়িয়ে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে সেখানে উপস্থিত দর্শনার্থী এবং পূণ্যার্থীদের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি হয়। অনেকে ছোটাছুটি করতে শুরু করেন।

এদিকে, ঘটনাস্থলে ছিলেন কসবা থানার এক সাব ইন্সপেক্টর। তিনি আগুন জ্বলতে দেখে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। আগুন নেভানোর চেষ্টা করার সময় ওই পুলিশকর্মীর হাত কিছুটা পুড়ে যায়। কোনওভাবে আগুন নিয়ন্ত্রণে এনে অগ্নিদগ্ধ অবস্থায় তিনি ওই বালিকাকে মানিকতলার ইএস হাসপাতালে নিয়ে যান। আপাতত সেখানে তার চিকিৎসা চলছে। অন্যদিকে, ওই ইন্সপেক্টরকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে।