Prajapati Bengali movie: ‘প্রজাপতি ডুবেছে মিঠুনদার জন্য’ বিস্ফোরক কুণাল, ছবি নিয়ে তরজা তুঙ্গে

দেব এবং মিঠুন চক্রবর্তী অভিনীত বাংলা ছবি ‘প্রজাপতি’ নিয়ে রাজনৈতিক দরজা তুঙ্গে। রাজনৈতিকভাবে দেব তৃণমূল সাংসদ এবং মিঠুন চক্রবর্তী বিজেপির সক্রিয় একজন নেতা অর্থাৎ একে অপরের বিরোধী হলেও এই ছবিতে তাঁদের এক সঙ্গে দেখা গিয়েছে। তবে নন্দনে প্রদর্শনের জন্য হল পায়নি এই ছবি। এর জন্য তৃণমূলকে নিশানা করেছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। এবার ‘প্রজাপতি’ নিয়ে রাজনীতির পারদ আরও কিছুটা চড়ল। এবার এই ছবি প্রসঙ্গে মিঠুনকে আক্রমণ করলেন কুণাল ঘোষ। তাঁর কটাক্ষ, ‘মিঠুনদার জন্য ছবি ডুবেছে।’

ঠিক কী বলেছেন কুণাল ঘোষ?

কুণাল বলেন, ‘দেব ভালো ছেলে। তবে মিঠুনদার জন্য ছবি ডুবেছে। দেব আগামী দিনে মিঠুনদাকে নিয়ে কোনও ছবি করলে সেক্ষেত্রে যা তাঁকে যেন ডিস্কো ড্যান্সার জাতীয় চরিত্র দেন। কোনও সংবেদনশীল চরিত্র নয়। ছবিকে টানার জন্য বিজেপি বিতর্ক তৈরি করছে। তবে মিঠুন চক্রবর্তীকে নিয়ে সিনেমা করার সিদ্ধান্ত মানেই আত্মঘাতী হওয়া।’ রবিবার দিলীপ ঘোষ নন্দনে প্রজাপতি ছবি প্রদর্শিত না হওয়ার জন্য তৃণমূলকে আক্রমণ করেছিলেন। তিনি বলেছিলেন, তৃণমূল না করলে এ রাজ্যে কোনও সুবিধা পাওয়া যায় না। মিঠুন দা বিজেপি। তাই ওনার ছবি নন্দনে প্রদর্শন করা হয়নি। ওনাকে আমন্ত্রণ জানানো হয়নি। তারপরে কুণাল ঘোষের এই মন্তব্য প্রজাপতি নিয়ে রাজনীতির উত্তাপ আরও কিছুটা বাড়িয়েছে।

যদিও নন্দনে কেন এই ছবি প্রদর্শিত হচ্ছে না তার ব্যাখ্যা দিয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, কিছু নিয়ম থাকে, সেই সমস্ত নিয়ম মেনেই নন্দনে ছবি প্রদর্শন করা হয়। সে ক্ষেত্রে হয়তো প্রজাপতির ক্ষেত্রে তথ্য জমা দিতে দেরি হয়ে গিয়েছিল। তবে দেব নিজেও তৃণমূল সংসদ।অন্যদিকে, দেব জানিয়ে দিয়েছেন তিনি মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করবেন। ভবিষ্যতে তিনি আরও কাজ মিঠুনের সঙ্গে করতে চান।