Calcutta High Court: রাজ্যের জবাবে সন্তুষ্ট নয় আদালত, ৩ বছরের পুরনো মামলায় ১১ BJP কর্মীকে রক্ষাকবচ

তিন বছর আগের এক মামলায় বিজেপির ১১ কর্মীকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল কলকাতা হাইহোর্ট। আগের মামলায় গ্রেফতার হওয়ার আশঙ্কাতে তাঁরা মামলা করেছিলেন। বিচারপতি জয় সেনগুপ্ত ও বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ রাজ্যের কাছে জানতে চায় কেন তাদের গ্রেফতার করা হবে। এর সঙ্গে আদালত রাজ্যের কাছে মামলার কেস ডায়েরিও তলব করেছে।

২০১৯ সালে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে আইন অমান্য কর্মসূচি নেয় বিজেপি। সেই কর্মসূচিতে অশান্তির অভিযোগ ওঠে। বিজেপির তৎকালীন রাজ্য সভাপতি-সহ ১২ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়। এই মামলা আগেই জামিন পেয়েছেন দিলীপ ঘোষ। এই পুরনো মামলায় তাঁদের গ্রেফতার করা হতে পারে এই আশঙ্কা প্রকাশ করে হাইকোর্টের দ্বারস্থ ১১ জন বিজেপি নেতা-কর্মী।

হাইকোর্টে রাজ্যের কাছে জানতে চেয়েছে, তাঁরা যে গ্রেফতারির আশঙ্কা করছেন তা সত্যি কি না? বিচারপতি অপূর্ব সিংহ রায় রাজ্যে কাছে জানতে চান, এখন কি তাঁদের গ্রেফতারের কোনও প্রয়োজন রয়েছে?

রাজ্যের উত্তরে সন্তুষ্ট নয় আদালত। তাই অন্তর্বর্তী আদেশে আদালত জানিয়েছে, ওই ১১ জন বিজেপি নেতা-কর্মীকে এখনই গ্রেফতার করা যাবে না। ২৯ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি।