Road Accident: পথ দুর্ঘটনার কবলে পড়ল অ্যাম্বুলেন্স, মৃত্যু পশ্চিম মেদিনীপুরের রোগীর

আজ, মঙ্গলবার নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত ট্রাকে ধাক্কা মারল একটি অ্যাম্বুলেন্স। আর তার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হল রোগীর। এমনকী এই পথ দুর্ঘটনায় আহত হয়েছেন ৬জন মানুষ। মঙ্গলবার সকালে এই ঘটনাটি ঘটেছে বাংলা–ওড়িশা সীমানায় ৬০ নম্বর জাতীয় সড়কে। এই পথ দুর্ঘটনায় পরিবার–সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আর এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

বিষয়টি ঠিক কী ঘটেছে?‌ স্থানীয় সূত্রে খবর, ওই অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে ভুবনেশ্বরের এইমস থেকে ফিরছিল। তখন বাংলা–ওড়িশা সীমানায় ৬০ নম্বর জাতীয় সড়কে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আর সজোরে গিয়ে একটি চলন্ত ট্রাককে ধাক্কা মারে। তখন ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা রোগীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় তাঁর। আর বাকি ৬ জনকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত রোগী ও আহতরা সকলেই পশ্চিম মেদিনীপুরের কেশপুরের বাসিন্দা। তবে জলেশ্বরের কাছে দুর্ঘটনাটি ঘটেছে।

পুলিশ কী তথ্য পেয়েছে?‌ পুলিশ সূত্রে খবর, নিয়ন্ত্রণ হারিয়ে ঘন কুয়াশার কারণে এই পথ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে মনে করা হচ্ছে কোনও কারণে চালকের চোখে ঘুম এসে গিয়েছিল। তাই এই পথ দুর্ঘটনা ঘটে। ঘাতক অ্যাম্বুলেন্সকে থানায় নিয়ে আসা হয়েছে। মৃত ব্যক্তির দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। চালকের অবস্থাও আশঙ্কাজনক।

উল্লেখ্য, আজই বাস–লরির মুখোমুখি সংঘর্ষ ঘটে মুর্শিদাবাদের বহরমপুর জলঙ্গি রাজ্য সড়কে। এই বাস দুর্ঘটনায় মৃত্যু হয় বাস চালকের। বাসটির গতিবেগ বেশি ছিল। তার মধ্যে একটি গাড়িকে ওভারটেক করতে যাচ্ছিল বাসটি। তখন উল্টোদিক থেকে একটি লরি এসে যাওয়ায় মুখোমুখি সংঘর্ষ ঘটে। পরে পরিস্থিতি সামাল দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।