SSC: ইংরাজি মাধ্যম স্কুলে নিয়োগ পেলেও পাঠানো হয় বাংলায়, ব্যবস্থার নির্দেশ আদালতের

ইংরাজি মাধ্যম স্কুলে নবম-দশম শ্রেণিতে শিক্ষক হিসাবে নিয়োগের সুপারিশ করা হলেও তাঁকে নিয়োগের জন্য পাঠানো হয় বাংলা মাধ্যম স্কুলে। বিষয়টি স্কুল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদকে জানিয়েও কোনও সুরাহা হয়নি। তাই অঙ্কের শিক্ষক তথাগত বন্দ্যোপাধ্যায় দারস্থ হন হাইকোর্টের। উচ্চ আদালত নির্দেশ দিয়েছে দু-সপ্তাহের মধ্যে ওই চাকরি প্রার্থীকে ইংরাজি মাধ্যম স্কুলে নিয়োগ করতে হবে।

২০১৬ সালে এসএসসি-র নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষায় প্রথম মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করেন তথাগত বন্দ্যোপাধ্যায়। তাঁর কাছে বাংলা ও ইংরাজি দুটি মাধ্যমেই চাকরি করার সুযোগ ছিল। কিন্তু তথাগত ইংরাজি মাধ্যম স্কুলে অঙ্কের শিক্ষক পদের জন্য নথিভুক্ত হন। ২০১৯ সালে ৫ ফেব্রুয়ারি তাঁকে সুপারিশপত্র দেওয়া হয়। মধ্যশিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় তথাগত হাতে নিয়োগপত্র তুলে দেন তাঁর নিয়োগ হয় উত্তর দিনাজপুরের সিট গ্রাম বিদ্যাভবনে। কিন্তু তিনি স্কুলে গিয়ে দেখেন সেখানে বাংলামাধ্যমে পড়ানো হয়। বিষয়টি তিনি এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদে জানান। কিন্তু জানানোই সার, কোনও সুরাহা হয়নি। বাধ্য হয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তথাগত বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: ভুয়ো শিক্ষকের তালিকায় এবার বালুরঘাটের TMC কাউন্সিলর, চাকরি চুরি দিদিমণির!

তাঁর দাবি যোগ্য প্রার্থী হওয়া সত্ত্বেও তাঁকে বঞ্চিত করা হয়েছে। তালিকায় তাঁর পরে অন্য প্রার্থীদের নাম থাকলেও তাঁরা সকলে চাকরি পেয়েছেন।

বিচারপতি অনিরুদ্ধ রায় সবপক্ষের কথা শুনে তথাগতকে অবিলম্বের দু’সপ্তাহের মধ্যে চাকরি ফিরিয়ে দিতে বলেছেন। বিচারপতি রায়ের পর্যবেক্ষণ, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, চাকরিপ্রার্থী তথাগত বন্দ্যোপাধ্যায়কে চাকরি থেকে তিন বছর বঞ্চিত করেছেন।