Bagdogra Airport: ঘন কুয়াশার কারণে বাগডোগরায় ফের ব্যহত উড়ান পরিষেবা, দুর্ভোগে ৮ হাজার যাত্রী

ঘন কুয়াশার কারণে দ্বিতীয়বার ব্যহত হল বাগডোগরা বিমানবন্দরের উড়ান পরিষেবা। কুয়াশার দাপটে দৃশ্যমানতা কমে যাওয়ার ফলে বাগডোগরা বিমানবন্দর থেকে তিনটি উড়ান বাতিল করা হয়েছে। এছাড়া, দেরিতে চলেছে বহু উড়ান। প্রতিদিন এই বিমানবন্দরে প্রায় ৮ হাজার যাত্রী যাতায়াত করেন। উড়ান পরিষেবা ব্যহত হওয়ার ফলে ৮ হাজার যাত্রীকে চরম ভোগান্তিতে পড়তে হয়। অনেকেই দীর্ঘক্ষণ ধরে বিমানবন্দরে অপেক্ষা করতে হয়।

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, দিনের বেলায় ঘন কুয়াশার দাপট থাকলেও ধীরে ধীরে কুয়াশা কমতে থাকে। বিকেলের দিকে দৃশ্যমানতা স্বাভাবিক হওয়ার পর উড়ান পরিষেবাও স্বাভাবিক হয়। সূত্রের খবর, দৃশ্যমানতা স্বাভাবিক হওয়ার পর বুধবার বিকেল থেকে সন্ধের মধ্যে বাগডোগরা বিমানবন্দরে ২৭টি বিমান অবতরণ করেছে। এদিকে, ঘন কুয়াশার কারণে ৮টি বাংলাদেশগামী উড়ান–কুয়েত, কুয়ালালামপুর, মার্কিন যুক্তরাষ্ট্র, বাহারিন এবং মাস্কট থেকে কলকাতা বিমানবন্দরে অবতরণ করানো হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে কয়েক ঘণ্টা পর সেগুলি উড়ান শুরু করে।

সব মিলিয়ে বিমান পরিষেবা ব্যহত হওয়ার ফলে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। বহু যাত্রীকে বাগডোগরা বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা যায়। শুধু বাগডোগরা বিমানবন্দরেই নয়, কলকাতা বিমানবন্দরেও বাগডোগরাগামী বিমানের জন্য যাত্রীদের অপেক্ষা করতে দেখা যায়। বিমান সংস্থা স্পাইসজেট বুধবার টুইট করে জানিয়েছে, বাগডোগরা এবং দেশের অন্যান্য আটটি বিমানবন্দরে খারাপ দৃশ্যমানতার কারণে উড়ান পরিষেবা ব্যহত হয়েছে৷ বৃহস্পতিবারও উড়ান পরিষেবা ব্যহত হয়ে পারে বলে সংস্থার তরফে আশঙ্কা করা হয়েছে।